ক্রিকবিডি২৪.কম ডেস্ক
লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে জাতীয় দলের ক্যাম্পে তাসকিন। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপ দলে নেই এই পেসার। তবে চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন। সদ্য শেষ ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে লিজেন্ডসদের হয়ে ঝড় তুলেছেন। বৃহস্পতিবার জাতীয় দলের ক্যাম্পে লিগ রানার্সআপ দলের জার্সিতে দেখা গেল তারকা এই পেসারকে।
বিসিবির ফটো সাংবাদিকের ছবিতে দেখা যাচ্ছে মাহমুদউল্লাহ আর রুবেল হোসেনের পাশে দাঁড়িয়ে আছেন তাসকিন। ফিটনেস শতভাগ ফিরে পেলে ইংল্যান্ড বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে। কারণ ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। বিশ্বকাপ শুরু ৩০ মে।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়েছেন।৬ ম্যাচে ৯ উইকেট শিকারে বাংলাদেশ দলকে নেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু এবার তিনিই মাঠের বাইরে। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এরইমধ্যে বলেন, ‘এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাবে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো।’
Discussion about this post