ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটুর জন্য এবারো তীরে এসে তরী নোঙর করল না। দুর্দান্ত খেললেও শুধুমাত্র রানরেটে পেছনে থাকায় এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শিরোপা জিততে পারল না লিজেন্ডস অব রূপগঞ্জ। এজন্য আক্ষেপ থাকলেও হতাশায় পুড়ছেন না দলটির কোচ আফতাব আহমেদ। শিষ্যদের পারফরম্যান্সে খুশি প্রথম মিশনে সফল আফতাব।
সদ্য শেষ ডিপিএলে ব্যাটে-বলে ঝড় তুলে শিরোপা জয়ের পথে ছিল রূপগঞ্জ। কিন্তু সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে আবাহনী লিমিটেডের চেয়ে পেছনে পড়ে তারা। এরপর আবাহনীর সঙ্গেও জেতা হয়নি। যদিও শেষ ম্যাচে প্রাইম ব্যাংককে উড়িয়ে দেয় নাঈম ইসলামের দল। কিন্তু রান রেটে পেছনে থাকায় শিরোপা ছুঁতে পারেনি নারায়ণগঞ্জের দলটি। তবে গতবারের মতো রানার্স আপ হয়েছে তারা।
প্রথমবার হেড কোচ হয়েই আফতাব সফল। দল রানার্সআপ। অবশ্য তিনি খুশি শিষ্যদের পারফরম্যান্সে। বলেন, ‘আমরা যখন এবারের লিগে পথচলা শুরু করি তখন আমাদের দেখে সবাই বলেছিল ৬-৭ নাম্বার হওয়ার সুযোগ আছে। আমরা সুপার লীগ খেলব নাকি এমন সন্দেহও অনেকে প্রকাশ করেছিল। তবে সে সব কথায় আমরা মোটেও কান পাতেনি। উল্টো আমরা যে যার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এজন্য শিষ্যদের প্রতি আমি দারুণ খুশি। সত্যি কথা যখন দলটি বানিয়েছিলাম তখন এত আশা করিনি। আলহামদুলিল্লাহ আমি যে বিশ্বাস করে নিয়েছি তার চেয়ে ওরা অনেক বেশি আমাকে উপহার দিয়েছে।’
এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান ৮০৭ রান করেছেন লিজেন্ডস ওপেনার মোহাম্মদ নাঈম। করেন ৩ সেঞ্চুরি। ৫৩ গড় আর ৯৪ স্ট্রাইক রেটও নজরকাড়া। তাকে নিয়ে আফতাব বলেন, ‘ঘরোয়া লিগে আরো ভালো করবেন নাঈম। ধারাবাহিকতা ধরে রেখে একদিন তিনি জায়গা করে নেবেন জাতীয় দলে।’
ডিপিএলে রূপগঞ্জ খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ব্যাট হাতে মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিং প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ শুরু এনে দিয়েছেন মেহেদি মারুফ। এদিকে দলটির অধিনায়ক নাঈম ইমলামও ছিলেন ছন্দে। বেশিরভাগ ম্যাচই জেতাতে দিয়েছেন নেতৃত্ব। শেষ দিকে ভারতীয় রিক্রুট রিষি ধাওয়ান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলিও কম যাননি। এদিকে বল হাতে মোহাম্মদ শহীদ, শুভাশিষ রায়, মুক্তার আলি, নাবিল সামাদরা ছিলেন বেশ ধারাবাহিক। যে কারণে প্রতিপক্ষকে বেশিরভাগ ম্যাচই আড়াইশর নিচে গুটিয়ে দিয়েছিলেন তারা। তাতে সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল লিজেন্ডসরা। কিন্তু একটুর জন্য ধরা দিলো না লিগ শিরোপা।
Discussion about this post