ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলে ব্যাটিংয়ের উদ্বোধন করছেন। দ্বায়িত্বটা দক্ষতার সঙ্গেই সামলে যাচ্ছেন তামিম ইকবাল। কিন্তু সেখানে এ বাঁহাতি এখনও একজন নির্দিষ্ট সঙ্গী পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তাই টিম ম্যানেজমেন্টকে দ্বিধায় থাকতে হয়, তামিমের সঙ্গে ব্যাটিং উদ্বোধন করতে নামবেন কে? এই দুঃখটা বেশ পোঁড়ায় তামিমকে!
সামনে বিশ্বকাপ মিশন বাংলাদেশের। তার আগে ত্রিদেশীয় সিরিজ। আসছে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে তামিমের উদ্বোধনী সঙ্গী হিসেবে এগিয়ে আছেন সৌম্য সরকার। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দুই রাউন্ডে দুর্দান্ত দুই ইনিংস খেলে রানে ফিরেছেন।
উদ্বোধনী সঙ্গী সৌম্য বা লিটন দাস যেই হোক না কেন, স্থায়ী হওয়ার চেষ্টা করবেন তারা-এমনই আশাবাদ তামিমের। বুধবার মিরপুরে জানালেন, ‘আপনি যদি নজর দেন যারা বিশ্বের গ্রেটেস্ট ওপেনিং পার্টনার- হেডেন-গিলক্রিস্ট, সৌরভ-শচীন, শেবাগ-শচীন, শেবাগ-গম্ভীর; এদের মধ্যে দেখবেন একটা ‘রেপো’ ছিলো। যখন আপনি তাদের খেলা দেখবেন তখন দেখবেন তারা উইকেটে যেয়ে মজা করছে। এবং তারা জানে তাদের পার্টনার কি চাচ্ছে। এরকম সুযোগ দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখনো হয়নি। কিন্তু আমি নিশ্চিত যে দুজন বিশ্বকাপের জন্য ইংল্যান্ড যাচ্ছে তারা বাংলাদেশ দলে আগামী ১০-১৫ বছর খেলার মতো সক্ষমতা রাখে। এটা সঠিক এক সময় ভালো পারফরম্যান্স করে দেখানোর।’
ডিপিএলে শেষ দুই ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাক টু ব্যাক দারুণ দুটি সেঞ্চুরি করেন সৌম্য। যার মধ্যে একটি ছিল ডাবল সেঞ্চুরিও। ঐ দুই ইনিংস ত্রি-দেশীয় সিরিজ ও বিশ্বকাপে সৌম্যর আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস তামিম। বলেন, ‘বাংলাদেশে কেউ প্রথমবারের মত ২০০ করেছে এটা অবশ্যই বড় এক অর্জন। আমরা সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলবো, এমন কন্ডিশনে না। সে কোথায় করেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল সে রান করেছে। ১০ রান ৫ রান করে গেলে তার মাথায় এক শতাংশ হলেও চাপ থাকতো।’
তামিমের সঙ্গে সৌম্য-লিটন দুজনেই যথেষ্ট সুযোগ পেয়েছেন আর এবারের বিশ্ব মঞ্চে তাদের কিছু করে দেখানোর সঠিক সময় বলে মনে করেন তামিম। বলেন, ‘আমি নিশ্চিত, লিটন ও সৌম্য যথেষ্ট সুযোগ পেয়েছে। এটাই ওদের জন্য সঠিক সময় দুনিয়াকে দেখানো যে তারা কতটা ভালো।’
Discussion about this post