ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দুর্দান্ত খেলেই চলেছেন ফরহাদ রেজা। তার ম্যাজিকেই প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব জয় তুলে নিয়েছে। সুপার লিগের আরেক ম্যাচে আবাহনী লিমিটেডের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
অলরাউন্ডার ফরহাদ রেজা ধরে রেখেছেন তার ছন্দ। তার বোলিংয়েই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ১৬৯ রানে আটকে প্রাইম দোলেশ্বর জিতেছ ৩৮ বল আগেই। শুরুতে ৪ উইকেটের পর ব্যাট হাতেও সফল ফরহাদ। ৬ চার ও ২ ছয়ে ২৪ বলে ৪১ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক: ৪৮.১ ওভারে ১৬৯ (রুবেল ০, এনামুল ৫, ওঝা ০, আল আমিন ৩২, অলক ৬১, নাহিদুল ৪, আরিফুল ২৭, নাঈম ৩, মনির ২৩, রাজ্জাক ০, আল আমিন ২*; ফরহাদ রেজা ৯.১-২-২২-৪, মানিক ৯-২-২৮-২, আরাফাত সানি ১০-০-৩৬-১, এনামুল জুনিয়র ১০-০-৩৭-১, জাকারিয়া ৫-০-২৮-০, তাইবুর ৫-১-১০-২)।
প্রাইম দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ১৭২/৩ (সাইফ ৫৫, জসিম ২১, ফরহাদ হোসেন ২২, মার্শাল ২৫*, ফরহাদ রেজা ৪১*; আল আমিন ৮-১-৩১-০, আরিফুল ৩-০-২৭-১, মনির ১০-১-২৩-১, রাজ্জাক ১০-০-৩৩-০, নাঈম ৮-১-২৮-১, অলক ১-০-৮-০, নাহিদুল ৩.৪-০-১৯-০)।
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
##############
একদিন আগেই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। সেই আনন্দে উদযাপনটা বেশ ভালভাবেই করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাশরাফির ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শের দিনে জয়ে মাঠ ছাড়া আবাহনী। ব্যাট হাতে অপরাজিত ফিফটি করেন মোসাদ্দেক। এরপর নেন ৩ উইকেট। মোহামেডান স্পোটিং ক্লাবকে ৪৫ রানে হারায় আবাহনী।
বুধবার বিকেএসপিতে ৫০ ওভারে আবাহনী করে ৩০৪ রান। মোহামেডান ৪৬.৩ ওভারে অলআউট ২৫৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভোরে ৩০৪/৭ (জহুরুল ৪, সৌম্য ১৭, সাব্বির ৬৪, জাফর ১৯, শান্ত ৩৬, মিঠুন ৫৬, মোসাদ্দেক ৫৪*, সাইফ ৪১; শফিউল ৯-০-৬৩-৩, অনিক ১০-১-৬০-০, সাকলাইন ৪-০-৩৮-০, রাহাতুল ১০-১-৪১-২, সোহাগ ১০-০-৫৯-১)।
মোহামেডান: ৪৬.৩ ওভারে ২৫৯ (মজিদ ০, ইরফান ৮, অভিষেক ৪, রকিবুল ৯৬, তুষার ১৬, আশরাফুল ৬৮, সোহাগ ২৮, রাহাতুল ৯, শফিউল ৩*,অনিক ৮, সাকলাইন ৫; মোসাদ্দেক ৮-১-৩৬-৩, মাশরাফি ৮.৩-০-৪০-৩, অপু ৭-০-৩৬-১, সাইফ ৯-০-৪৬-১, সানজামুল ৫-০-৩৬-০, সৌম্য ৭-০-৪০-২)।
ফল: আবাহনী লিমিটেড ৪৫ রানে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন
Discussion about this post