ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুধু মাঠের ক্রিকেটই নয়, মাঠের বাইরের ঘটনাও আলোচনায় রেখেছে তাকে। তার জন্ম ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। কিন্তু ক্রিকেট খেলতে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ড। এখন এই দেশটির হয়েই বিশ্বকাপ খেলার চিন্তায় বুঁদ তিনি। কিন্তু সেই জফরা আর্চার নেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ইংল্যান্ড প্রাথমিক দলে। গত মার্চে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। এরপর এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয় দুদান্ত খেললেও এই পেসারের জন্য এখনই জাতীয় দলের দরজা খুলছে না।
তাকে ছাড়াই ঘরের মাঠের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা কিছুটা হলেও টিকে আছে। কারণ চূড়ান্ত না বলে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রস্তুতি পর্বে ভাল খেললে দলে সুযোগ মিলতেও পারে। দলে ২৩ মে পর্যন্ত পরিবর্তন আনতে পারে ইসিবি।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল
ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
Discussion about this post