ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের বিশ্বকাপ দলে চমকের নাম আবু জায়েদ রাহি। কারণ তার লড়াইটা ছিল তাসকিন আহমেদ আর শফিউল ইসলামের সঙ্গে। পঞ্চম পেসার হিসেবে ১৫ সদস্যের দলে জায়গা মিলবে ভাবতে পারেন নি। এই পেসার মঙ্গলবার ঘোষিত দলে নিজের নামটা দেখে বিস্মিত।
আবু জায়েদ রাহি বলছিলেন, ‘অবশ্যই বিস্ময়কর খবর। আশা করেছিলাম ২০ জনের মধ্যে থাকবো। মিরপুরে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খুব ভালো হয়েছে। তখন মনে হয়েছিল যে ২০ জনের ভেতরে থাকবো। যখন শুনলাম ১৫ জনের মধ্যে আছি, তখন আরেকটু বেশি বিস্মিত হয়েছি।’
টেস্ট খেলেছেন। এবার সরাসরি ওয়ানডেতে বিশ্বকাপ দলে। সিলেটের এই পেসার বলেন, ‘আসলে রোমাঞ্চটা এতবেশি না। সেটা হবে যখন সেরা একাদশে ঢুকতে পারবো।’
বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের বাউন্সি উইকেটে সুইং করাতেই দলে জায়গা পেলেন রাহি। মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে রাহি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ হয়ত পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি, ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ আছে। আর মে এবং জুন মাসের দিকে ঠাণ্ডাও বেশি থাকে। তাপমাত্রাও অনেক কম থাকে। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সেটি আমাদের জন্য বাড়তি পাওয়া। এই চিন্তা করে রাহিকে দলে রাখা হয়েছে।’
ঝড় তুলতে প্রস্তুত রাহি নিজেও। এই পেসার বলেন, ‘ইংল্যান্ডের মতো দেশে বোলিং করা আমাদের জন্য আদর্শ বলতে গেলে। এসব দেশে বল সুইং করানো যায়। যেহেতু আমার মূল অস্ত্র সুইং, সুতরাং আমি আশাবাদী।’
Discussion about this post