ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় কাটিয়ে আবারো চেনা পথে নাসির হোসেন। অফ ফর্ম তো ছিলই সঙ্গে ইনজুরিতে পড়েছিলেন এই অলরাউন্ডার। তবে ভক্তদের স্বস্তির ব্যাপার। আবারো তার ব্যাট কথা বলতে শুরু করেছে। চোট কাটিয়ে ফেরার পর নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন নাসির। সঙ্গে ব্যাটে-বলে দাপট দেখালেন ইলিয়াস সানি। আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে অনায়াসে হারিয়ে সুপার লিগে হারাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের প্রথম রাউন্ডে ৬ উইকেটে জয় তুলে নেয় শেখ জামাল। লক্ষ্যটাও বড় ছিল না। মাত্র ২৩৭ রান। এক ওভার দুই বল বাকী থাকতেই সেরা রান তুলে ফেলে শেখ জামাল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুর ধাক্কা সামলে রুবেল মিয়া ও নামান ওঝা পথ দেখান প্রাইম ব্যাংককে। ৭৫ বলে ৪৬ রান করেন ওঝা। ভাঙে ১২০ রানের জুটি। ৬৬ রান করেন রুবেল। এরপর দ্রুত ফেরেন আল আমিন জুনিয়র, অলক কাপালী, নাহিদুল ইসলাম ও নাঈম হাসান। ১৪০ রানে ৭ উইকেট শেস। এরপর আরিফুল হক ৫১ বলে ৭ ছক্কা ও দুই চারে ৭৪ রান করে দলকে ভাল স্কোর এনে দেন।
স্পিনার ইলিয়াস সানি ৩৫ রানে তিন উইকেট নেন। তানবীর ৪৩ রানে শিকার করেন তিন উইকেট।
এরপর সানি ব্যাট হাতেও ছিলেন সাবলীল। তৃতীয় উইকেটে নাসিরের সঙ্গে করেন ৯৩ রানের জুটি।৬৭ রান করে ফেরেন সানি। তারপরই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন নাসির। ১১০ বলে তিন ছক্কা ও ১২ চারে ১১২ রানে অপরাজিত ছিলেন তিনি।
এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট শেখ জামালের। প্রাইম ব্যাংক ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৮.৩ ওভারে ২৩৬ (এনামুল ০, রুবেল ৬৬, ওঝা ৪৬, আল আমিন জুনিয়র ৬, কাপালী ১, নাহিদুল ০, নাঈম ১, আরিফুল ৭৪, মনির ১৪, রাজ্জাক ১৪, আল আমিন ০*; খালেদ ১/২৯, শাকিল ২/৩৭, তাইজুল ০/২৭, নাসির ০/৩৫, সানি ৩/৩৫, তানবীর ৩/৪৩, এনামুল হক ১/২৯)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৮.৪ ওভারে ২৩৯/৪ (ইমতিয়াজ ২৬, সানি ৬৭, মুনাবিরা ১২, নাসির ১১২*, সোহান ৫, তানবীর ১২*; আল আমিন ০/২৪, মনির ০/৬১, নাহিদুল ২/৩০, রাজ্জাক ২/৫২, নাঈম ০/৩১, কাপালী ০/৩১, আল আমিন জুনিয়র ০/১০)
ফল: ৬ উইকেটে জয়ী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব
ম্যাচসেরা: ইলিয়াস সানি
Discussion about this post