ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবার দাপটেই এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরইমধ্যে ১১ ম্যাচের ১০টিতেই তুলে নিয়েছে জয়। সোমবার থেকে শুরু সুপার লিগ। এই ধারাবাহিকতা ধরে রেখে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা ফের বুঝে পেতে চায় নাঈম ইসলামের দল। রূপগঞ্জের পরই আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী। তাদের অর্জন রূপগঞ্জের চেয়ে চার পয়েন্ট কম। মানে ১৬।
৪ পয়েন্টে এগিয়ে রূপগঞ্জ সোমবার লড়বে মোহামেডানের সঙ্গে। ম্যাচটির আগে দলের কোচ আফতাব আহমেদ বলছিলেন, ‘দেখুন, আমি প্রথম থেকেই একটা কথা বলে আসছি, শিরোপা জেতার কথা আমরা ভাবিনি। আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো।’
এবারই প্রথম মূল কোচ হিসেবে অভিষেক হয়েছে আফতাবের। গতবার ছিলেন মোহামেডানের সহকারী কোচ। সুপার লিগের লড়াইয়ের আগে সফল এই কোচ বলছিলেন, ‘খেলা কার সঙ্গে সেটি নিয়ে ভাবার দরকার নেই। রূপগঞ্জ এগোতে চায় ম্যাচ ধরে ধরে, কার বিপক্ষে খেলছি, সেটি ভাবার দরকার নেই। আমাদের লক্ষ্য হচ্ছে ২ পয়েন্ট। প্রতিটি দলই খুব ভালো খেলে সুপার লিগে উঠেছে। কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লক্ষ্য থাকবে ম্যাচটি জিতে পরবর্তী ম্যাচের কথা চিন্তা করা।’
সুপার লিগে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৪ আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের পয়েন্ট ১২ করে। জয় দিয়ে লড়াইয়ে ফিরতে চায় তারাও।
সোমবারের ম্যাচ-
ঢাকা প্রিমিয়ার লিগ | সকাল ৯টা |
রূপগঞ্জ–মোহামেডান | বিকেএসপি |
প্রাইম ব্যাংক–শেখ জামাল | ফতুল্লা |
আবাহনী–দোলেশ্বর | মিরপুর |
Discussion about this post