ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। ব্যাট হাতে দাপট দেখিয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। তারই পথ ধরে টানা তৃতীয়বার উইজডেনের ‘লিডিং ক্রিকেটার অব দা ইয়ার’ হয়েছেন ভারত অধিনায়ক।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমান্যাকের ১৫৬তম সংস্করণ প্রকাশের দিন বুধবার ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। বর্ষসেরা ৫ ক্রিকেটারের তালিকায় কোহলি ছাড়াও আছেন জস বাটলার, স্যাম কারান, ররি বার্নস ও ইংল্যান্ডের মেয়েদের দলের ব্যাটার ট্যামি বিউমন্ট। মেয়েদের ক্রিকেটে ‘লিডিং ক্রিকেটার’ মনোনীত ভারতের স্মৃতি মান্দানা।
এক বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত খেলা ক্রিকেটারদের এই স্বীকৃতি দেয় উইজডেন কর্তৃপক্ষ।
গত বছর ভারতের ইংল্যান্ড সফরে অসাধারণ ছিল কোহলির পারফরম্যান্স। ৫ টেস্টের সিরিজ ইংলিশরা জিতেছি ৪-১ ব্যবধানে। তবে কোহলি করেছিলেন ৫৯৩ রান, সিরিজে সাড়ে তিনশ রানও করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গতবছর ২৭৩৫ রান করেন কোহলি। এবার নিয়ে তিনবার ‘লিডিং ক্রিকেটার’ হলেন তিনি। টানা দুইবার হয়েছেন ভারতের বিরেন্দর শেবাগ, ২০০৮ ও ২০০৯ সালে। ২০১১ ও ২০১৪ সালে সেরা হন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। শেবাগ ও কোহলি ছাড়া ভারতের হয়ে এই স্বীকৃতি পেয়েছেন শচিন টেন্ডুলকার, ২০১০ সালে।
এর আগে ভারতীয় দলের ২০১৪ সালের ইংল্যান্ড সফরে মাত্র ১৩৪ রান করা কোহলি গত বছর ইংলিশদের মাটিতে পাঁচ টেস্ট সিরিজে ৫৯ অধিক গড়ে ৫৯৩ রান করে সেরা হলেন। উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘বিজিত দল হওয়া সত্ত্বেও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে নিজের সক্ষমতা দেখিয়েছেন। যা তিনি ২০১৪ সালে পারেননি। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে তার ব্যাটিং ছিল তাৎপর্যপূর্ণ। ৫০ ওভার ফর্মেটে তার ফর্ম নতুন পর্যায়ে উঠে আসায় সেটা সম্ভব হয়েছে।’
২০১৮ সালে ক্রিকেটের তিন ফর্মেটে ১১ সেঞ্চুরিসহ ৬৮ দশমিক ৩৭ গড়ে ২৭৩৫ রান করে গত জানুয়ারিতে টেস্ট ও ওয়ানডেতে আইসিসির বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হন কোহলি।
ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ১২৯১ রান করা ভারতের স্মৃতি মন্দন্দা মহিলা বিভাগে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন।
টানা দ্বিতীয়বার লিডিং টি-টুয়েন্টি ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
Discussion about this post