ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড থেকে ফিরেই ছুটির আমেজে ছিলেন তিনি। ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাতিল হয়ে যায় কিউইদের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টেস্ট। তারপর দেশে ফিরে ঢাকা থেকে সাতক্ষীরা চলে যান মুস্তাফিজ রহমান। তারপরই বেজে উঠে তার বিয়ের বাদ্য। এজন্য বোর্ড থেকে ছুটি নিয়েছিলেন কাটার মাস্টার।
ছুটি কাটিয়ে মাঠে এবার ফিরলেন মুস্তাফিজ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামবেন বাঁহাতি এই পেসার। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর সবশেষ খেলেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। ফের দেখা যাবে তাকে।
এবার ২৫ লাখ টাকার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজকে ড্রাফট থেকে দলে টানে শাইনপুকুর। ৬ এপ্রিলের পর থেকে লিগে খেলার কথা ছিল তার।
মুস্তাফিজ রোববার প্রথমবারের মতো শাইনপুকুরের সঙ্গে অনুশীলন করেন। টানা ৬ ওভার বোলিং করেন তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের বিপক্ষে খেলবেন। জানালেন, ‘একদিন অনুশীলন করেছি। তবে বাড়িতে কিন্তু জিম আর বোলিং নিয়মিতই করেছি। আজ শাইনপুকুরের অনুশীলনে টানা বোলিং করেছি। এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই। আশা করছি কাল খেলতে কোনো সমস্যা হবে না।’
বিশ্বকাপ প্রস্তুতির কথাও ভাবছেন দ্য ফিজ। গণমাধ্যমে জানান, ‘আসলে অনেক কিছু ভেবে তো খেলতে নামা যায় না। তবে প্রিমিয়ার লিগে ভালো করলে বিশ্বকাপে এই আত্মবিশ্বাস কাজে লাগবে।’
Discussion about this post