ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২১ দিন পর শনিবার মিরপুর একাডেমি মাঠে দুপুরের দিকে দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং। এদিন অবশ্য কোনো ম্যাচ খেলেননি এ ডানহাতি। টানা ৪০ মিনিট শুধু নেট বোলারদের অনুশীলনে সামলেছেন। এরপর ভক্তদের তিনি সুখবর দিয়েছেন, ‘ব্যাটিংয়ে অস্বস্তি নেই।’
বেশ কয়েকদিন থেকেই কাঁধে ব্যথা বয়ে বেড়াচ্ছিলেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড সফরে ফিল্ডিংয়ে ডাইভ দিতে সেটা আরও বেড়ে যায়। অস্বস্তি দূর করতে এমআরআই করলে কাঁধের সমস্যাটা পাওয়া যায়। চিকিৎসকের ভাষায় যেটা –‘গ্রেড-৩ টিয়ার’। শুরুতে এটা শুনে মাহমুদউল্লাহ নিজেও ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু পরে চিকিৎসকের কাছেই জেনেছেন, ব্যাটসম্যানদের জন্য এরকম ইনজুরি গুরুতর কিছু নয়। পেসার হলে হয়ত চিন্তার কারণ ছিল।
সামনে বিশ্বকাপ তাই চোট নিয়ে চিন্তায় পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এ ডানহাতি এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামেননি তিনি। নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর এ কদিন রানিং করেছেন। শনিবারই প্রথম ব্যাট হাতে নেন। স্পিন, পেস সব রকম বলই স্বচ্ছন্দে খেলেছেন। অনুশীলন শেষে তিনি বলেন, ‘ব্যাটিং করতে কোন অস্বস্তিবোধ করছি না। আলহামদুল্লিল্লাহ কোন সমস্যা ছাড়াই ব্যাট করলাম আজ। সব রকমের বলই খেলেছি। কোন ব্যথা নেই।’
ব্যাটিং অনুশীলন করলেও রোববার বল হাতে নেননি মাহমুদউল্লাহ। কবে সেটা শুরু করবেন? এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন,‘না বোলিংটা এখন করা যাবে না। বোলিংয়ে সমস্যা আছে।’
আগামী ২৮ মে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ। সময়ের হিসেবে এখন প্রায় মাস দুই বাকি। মাহমুদউল্লাহর আশা ঐ সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। যোগ দেবেন সতীর্থদের সঙ্গে। মাতাবেন মাঠ। দেশের জন্য বয়ে আনবেন সাফল্য। ভক্তরাও চান প্রিয় তারকা তার মতো করেই ফিরুক।
Discussion about this post