ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ স্বপ্ন ভাঙল উমর আকমলের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেও এই তারকা ক্রিকেটার নেই পাকিস্তানের ২৩ সদস্যের প্রাথমিক দলে। তাকে ছাড়াই বিশ্বকাপ নিয়ে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলস শুরু বিশ্বকাপ ক্রিকেট।
এর আগে ১৫ এবং ১৬ এপ্রিল পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস টেস্ট দিতে ২৩ ক্রিকেটারকে ডাকলেন নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক। ফিটনেস পরীক্ষা শেষে ১৮ এপ্রিল ঘোষিত পাকিস্তানের হবে বিশ্বকাপ চূড়ান্ত দল।
আগামী ২৩ এপ্রিল ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে সরফরাজ আহমেদের দল। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির।
পাকিস্তানের প্রাথমিক দল-
সরফরাজ আহমেদ, আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।
Discussion about this post