ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দলের বাজে শুরু পর হাল ধরেন সাদমান ইসলাম ও তৌহিদ হৃদয়। তাদের ব্যাটেই এক পর্যাযে চ্যালেঞ্জিং স্কারের ভীত পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেষ দিকে শুভাগত হোম তুলেন ঝড়। পরে দারুণভাবে জ্বলে ওঠে দলটি বোলিং ইউনিট। এরফলে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংককে হারিয়ে চমকে দিল শাইনপুকুর।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মঙ্গলবার শাইনপুকুর জিতেছে ৪৯ রানে। ফতুল্লায় এদিন ৫০ ওভারে শাইনপুকুর তুলেছিল ৮ উইকেটে ২৪৫ রান। মাঝ বিরতিতে নামা বৃষ্টি শেষে খেলা শুরুর পর প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৪৯ রান। শক্তিশালী ব্যাটিং লাইন আপের দল টেনেটুনে করতে পারে ১০০।টস জিতে ব্যাটিং নামা শাইনপুকুর শুরুতেই ওপেনার সাব্বির হোসেনকে শূন্য রানে ফেরান মনির হোসেন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার পরে ৫ রানে ফেরান ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদকেও। সে সময় দলটির রান ২ উইকেটে ১১ রান। এরপর
সাদমান ও হৃদয় দলকে উদ্ধার করেন। তৃতীয় উইকেটে তারা গড়েন ১২৫ রানের জুটি। এরপর ৯৪ বলে ৭৮ রান করা সাদমানকে ফিরিয়ে জুটি ভাঙেন অফ স্পিনার নাঈম হাসান। ১১৭ বলে ৮৩ করে হৃদয় বোল্ড হন আরিফুল হকের বলে।
শেষ দিকে ২৮ বলে ৪৪ রানের ইনিংসে শেষ দিকে রান বাড়ান শুভাগত হোম।
২০ ওভারে ১৪৯ রান প্রাইম ব্যাংকের জন্য খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু প্রথম বল থেকেই ধুঁকতে থাকে তারা। লিগে সাড়ে চারশর বেশি রান করা এনামুল হককে প্রথম বলেই ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পরে দোলোয়ার এক ওভারে ফিরিয়ে দেন জাকির হাসান ও আল আমিনকে ফেরান এক ওভারে। পরে বিদায় করে দেন অভিজ্ঞ অলক কাপালীকেও।
সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি প্রাইম ব্যাংক। এক পাশে অভিমন্যু ইশ্বরণ কিছুটা লড়াই করলেও আরেকপাশে উইকেট পড়েছে নিয়মিত। ২০ ওভার পুরো খেলে কোনোরকমকে ছুঁতে পারে তারা তিন অঙ্ক। তার বেশ আগেই জয় নিশ্চিত হয়ে যায় শাইনপুকুরের।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর: ৫০ ওভারে ২৪৫/৮ (সাদমান ৭৮, সাব্বির ০, চাঁদ ৫, হৃদয় ৮৩, আফিফ ১১, শুভাগত ৪৪*, অমিত ১৩, দেলোয়ার ০, শুভ ৪; আল আমিন হোসেন ৭-১-৩৮-২, মনির ৭-১-২০-২, নাহিদুল ৬-০-৩৫-০, রাজ্জাক ৬-০-৩৪-০, নাঈম ১০-২-৩৯-১, আল আমিন ৪-০-২১-০, অলক ৪-০-১৫-০, আরিফুল ৬-০-৩৭-৩)।
প্র্রাইম ব্যাংক: (লক্ষ্য ২০ ওভারে ১৪৯) ২০ ওভারে ১০০/৯ (এনামুল ০, জাকির ১, ইশ্বরণ ৩৯, আল আমিন ০, অলক ৩, আরিফুল ৫, নাহিদুল ১৪, নাঈম ১৬*, মনির ১, রাজ্জাক ১৪, মনির ১*; শরিফুল ২-০-৯-১, দেলোয়ার ৩-০-১৬-৩, টিপু ৪-০-১৬-০, সাব্বির ৩-০-১১-২, শুভ ৪-০-২৬-১, শুভাগত ২-০-৫-০, আফিফ ২-০-১৬-১)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৮ রানে জয়ী
ম্যাচ সেরা: তৌহিদ হৃদয়
Discussion about this post