ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট। শৃঙ্খলা ভেঙে আলোচনায় এসেছেন ক্রিকেটাররা। এবার দলের টেস্ট অধিনায়ক দিমুখ করুণারত্নে এই তালিকায় নাম লেখালেন। মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় একজনকে আহত করেছেন এই ওপেনার। এ ঘটনার পর কলম্বো পুলিশ তাকে গ্রেপ্তার করলেও অল্প সময়ের মধ্যে আদালত থেকে জামিন মুক্তি পেয়েছেন তিনি।
আগামী সপ্তাহে আদালতে উপস্থিত হতে হবে এ ক্রিকেটারের। জরিমানা কববে বা বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। আদালতের রায়ের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
রোববার স্থানীয় সময় ভোরে বোরেলা এলাকায় নিজের গাড়িতে করে যাচ্ছিলেন করুনারত্নে। কিনসে রোডে চলার পথে এক পর্যায়ে একটি তিনচাকা বিশিষ্ট অটোরিকশাকে ধাক্কা দেয় তার গাড়ি। করুনারত্নে অক্ষত থাকলেও অন্য গাড়ীর ড্রাইভার আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর করুনারত্নের জায়গা হয় পুলিশ কাস্টরিতে। গাড়ি চালানোর সময় মদ্যপ ছিলেন করুনারত্নে।
এইতো গেল মাসেই করুনারত্নের নেতৃত্বে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কা। বলা হচ্ছিল, ইংল্যান্ড ও ওয়েলসে তার নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা। এখন তার বিশ্বকাপটাই শঙ্কা পড়ে গেল।
শ্রীলঙ্কার হয়ে ৬০টি টেস্ট ৪,০৭৪ ও ১৭টি ওয়ানডেতে ১৯০ রান করেন করুনারত্নে।
Discussion about this post