ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও বল হাতে দাপট কমছে নাভ বরং বেড়েই চলেছে। মাশরাফি বিন মর্তুজা দিন দিন হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। এবার নতুন উচ্চতায় উঠে গেলেন এই তারকা পেসার। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডটি যৌথভাবে ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন।এবার মাশরাফি এগিয়ে গেলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার শিকার করলেন ৬ উইকেট!
শুক্রবার ছুটির দিনে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবাহনী লিমিটেডের বোলার মাশরাফি ৪৬ রানে নেন ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ উইকেট এই নিয়ে ৪ বার শিকার করলেন তিনি। রুবেল ৬ উইকেটে পেয়েছেন ৩ বার।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ফতুল্লায় টানা চার বলে উইকেটসহ ৬ উইকেট নেন। ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে নেন ৪২ রানে ৬ উইকেট। রুবেল প্রথমবার ৬ উইকেট নেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে। ২০১৩ সালের সেপ্টেম্বরে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সেরহয়ে বগুড়ায় খেলাঘর সমাজ কল্যান সমিতির বিপক্ষে। ১৮ রানে নেন ৬ উইকেট।
বাংলাদেশের বোলারদের মধ্যে একাধিকবার ৬ উইকেট রয়েছে শুধু তাইজুল ইসলামের।এই স্পিনার নেন দুইবার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৬ বা তার বেশি উইকেটের বিশ্বরেকর্ডে মাশরাফির ওপরে আছেন পাকিস্তানের ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনিস। এই কীর্তি গড়েন ৬ বার। ৪ বার ৬ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস।
Discussion about this post