ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের দল ঘোষণার আগে ফর্মের দেখা পেলেন ইমরুল কায়েস। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শতরান পেয়েছেন জহুরুল ইসলামও। তবে বল হাতে ব্যবধান গড়ে দেন মাশরাফি বিন মুর্তজা। ৬ উইকেট নিয়ে আবাহনীকে জেতান তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২৯ রানে হারায় ধানমন্ডির ক্লাবটি।
সাত ম্যাচে এটি আবাহনীর ষষ্ঠ জয়। বিকেএসপিতে জহুরুলের ১৩০ রানে আবাহনী করে ৫০ ওভারে ২৮৬। এরপর ইমরুলের ১২৬ রানের ইনিংসে গাজী গ্রুপ লড়লেও হতাশ করেন মাশরাফি। ২৫৭ রানে অলআউট হয় তারা।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২৮৬/৬ (জহুরুল ১৩০, সৌম্য ২৯, ওয়াসিম ১৯, শান্ত ১১, মোসাদ্দেক ৭১, সাব্বির ১, সাইফ ০*, মিরাজ ৬*; আবু হায়দার ৯-১-৬১-১, কামরুল রাব্বি ৯-০-৭০-২, মেহেদি ১০-০-৫১-০, মাইশুকুর ১-০-১০-০, রসুল ১০-১-৩৪-১, সাজ্জাদুল ১-০-৮-০, নাসুম ১০-২-৪৭-২)।
গাজী গ্রুপ: ৪৮.৪ ওভারে ২৫৭/১০ (রনি ০, মাইশুকুর ১৫, ইমরুল ১২৬, শামসুর ৩০, রসুল ১, তৌহিদ ৩৯, মেহেদি ১০, সাজ্জাদুল ১৪, আবু হায়দার ১৬*, কামরুল রাব্বি ১, নাসুম ০; মাশরাফি ১০-১-৪৬-৬, সাইফ ৯.৪-০-৬৩-২, মিরাজ ৯-১-৫৪-০, নাজমুল অপু ৭-০-৩১-০, সৌম্য ৮-০-৩৮-০, সানজামুল ৪-১-১৭-১, শান্ত ১-০-৭-০)।
ফল: আবাহনী লিমিটেড ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা
#################
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবারের আরেক ম্যাচে দুর্দান্ত খেললেন তাইজুল ইসলাম। তার নৈপুণ্যে খেলাঘর সমাজ কল্যান সংঘকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় শুক্রবার ৩ উইকেট শিকার করেন তাইজুল। খেলাঘর ৫০ ওভারে করে১৮৩ রান। শেখ জামাল জয় পায় ৮ ওভার হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর: ৫০ ওভারে ১৮৩/৯ (রবি ৯, অমিত ৪০, অঙ্কন ১০, মেনারিয়া ৩, নাজিমউদ্দিন ৬, রাফসান ২৬, মইনুল ৫৫, মাসুম ১৮, রবিউল ৮, ইফরান ১*; খালেদ ১০-২-৪৩-৩, নাসির ১০-১-২১-১, সাকিল ৯-০-৪৯-০, তাইজুল ১০-১-৩৯-৩, এনামুল ১০-০-২৪-১, তানবীর ১-০-৫-০)।
শেখ জামাল: ৪২ ওভারে ১৮৫/৫ (ইমতিয়াজ ৪৭, ফারদিন ২৫, তানবীর ২৫, নাসির ২০, নুরুল ২২, জিয়াউর ২০*, তাইজুল ১৫*; ইফরান ০/৪৬, রবি ১/২৮, মইনুল ০/২৬, তানভির ২/৩১, রবিউল ২/৪২, মাসুম ০/১২)।
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তাইজুল ইসলাম
Discussion about this post