ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৫ বিশ্বকাপ একেবারে আনাড়ি হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। মাত্র ১ ওয়ানডে খেলেই পেয়ে যান ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ। আরেকটি বিশ্বকাপ যখন সামনে তখন সেই স্মৃতি ফিরে এসেছে। বৃহস্পতিবার সৌম্য সরকার বলছিলেন, ‘সেই বিশ্বকাপে একেবারেই নতুন ছিলাম। এবার যদি সুযোগ পাই, পরিকল্পনা একটু ভিন্ন থাকবে। তখন জুনিয়ার ক্রিকেটার হিসেবে যেভাবে মুক্ত মনে খেলেছি, এখন হয়তো অতটা মুক্তভাবে খেলা যাবে না। একটু চাপ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে যতটুকু অভিজ্ঞতা হয়েছে বিশ্বকাপে সেটা কাজে লাগানোর চেষ্টা করব। যে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, ওখানে যে সাহস নিয়ে খেলেছি, সেটা ধরে রাখার চেষ্টা থাকবে।’
যদিও লম্বা ইনিংস খেলতে পারছেন না ঘরোয়া ক্রিকেটে। সৌম্য বলছিলেন, ‘৩০ বা ৪০ করার পর আউট হয়ে যাচ্ছি এ জায়গা থেকে কীভাবে বের হওয়া যায়, সেটা নিয়ে ভাবছি। ওই জায়গায় যদি একটু অন্যভাবে পরিকল্পনা করি, পরিকল্পনা বদলে এখান থেকে কীভাবে বের হওয়া যায় সেটা ভাবছি। হয়তো বা হচ্ছে না, তবে এর মধ্যেও অনেক কিছু শেখার ছিল। গত তিন ম্যাচে ৩৩, ৩৬ ও ৪৩ রান করে আউট হয়ে গিয়েছি। আমার খেলার ধরন নিয়ে খুশি। আউটও হয়েছি ভালো বলে। দিনটি আমার ছিল না আসলে। যেভাবে খেলেছি, সেটি যদি ধরে রাখতে পারি তাহলে লম্বা ইনিংস খেলতে পারব।’
তবে প্রস্তুতির কমতি রাখছেন না তিনি। জানালেন, ‘প্র্যাকটিস করছি। যেসব প্র্যাকটিস করছি, তাতে একটু সময় লাগছে। সময় নিয়েই করছি, যেন শতভাগ না হলেও ৯৯ ভাগ ভালো হয়। চেষ্টা করছি ভালো করার। খেলার পরিস্থিতি অনুযায়ী গেম প্ল্যান কেমন হবে, সেটি নিয়ে বেশি কাজ করছি। এখানে খেলার সময় ভাবছি এ পরিস্থিতিতে ওখানে খেললে কেমন হবে বা এখন আমি যদি আউট হয়ে যাই দল কেমন চাপে পড়বে। সবকিছু ভেবে এগিয়ে যাচ্ছি।’
Discussion about this post