ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। বুধবার ফাইনালে ময়মনসিংহ জেলাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। ২০১৩-১৪ মৌসুমের পর আবারো ট্রফি জিতলো দিনাজপুর।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারে তুলে ১২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জাতীয় দলের তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। কাওসার হোসেন ফাহিম ২১ রান ও সাইদুর রহমান সাদ করেন ১৯।
দুটি করে উইকেট নেন নবিন ইসলাম ও আফসারুল আফরোজ।
এরপর জবাবে নেমে পথ দেখালেন দলের অধিনায়ক আরিফ রেজা। ৪৬ রান করেন তিনি। প্রত্যয় কুণ্ডুর ব্যাটে ১৭ রান। ২৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর। ময়মনসিংহের গাজী সোহেল ৩ উইকেট নেন ২৫ রানে।
বল হাতে ১ উইকেটও ব্যাটে ৪৬ রান করে ফাইনালের সেরা ক্রিকেটার দিনাজপুরের অধিনায়ক আরিফ রেজা। ১৫৪ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা হয়েছেন ময়মনসিংহের আসাদুজ্জামান প্রিন্স।
Discussion about this post