ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাফল্যের আকাশে দাপটে উড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। আবারো মেহেদী মারুফের ব্যাট কথা বলল। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু। এক প্রান্ত আগলে রেখে দক্ষতার সঙ্গে ব্যাট চালিয়ে যান তিনি। তুলে নেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাঈম। তাদের গড়ে দেয়া ভীতের উপর দাঁড়িয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে উড়িয়ে চলতি ডিপিএলে হ্যাটট্রিক জয়ের দেখা পেলো রূপগঞ্জ।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ তুলে নেয় ৫ উইকেটের দুর্দান্ত জয়।
টস জিতে আগে ব্যাট হাতে নেয় খেলাঘর। তাদের ৩ উইকেট ২৬৪ রানে আটকে রাখে লিজেন্ডসরা। জবাব দিতে নেমে মেহেদী মারুফ (১০৮) ও মোহাম্মদ নাঈমের (৭২) ব্যাটে ভর করে ৪৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সাবেক চ্যাম্পিয়নরা।
বিকেএসপির ব্যাটিং স্বর্গে সোমবার নজর কাড়া বোলিং করলেন রূপগঞ্জের বোলাররা। তারা খেলাঘর ব্যাটসম্যানদের বড় স্কোর গড়তে দিলেন না। যদিও টস জিতে বল হাতে শুরুটা ভালো হলেও উইকেটের দেখা পাচ্ছিলো না রূপগঞ্জ। শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলে খেলাঘর ওপেনার সাদিকুরকে ফিরিয়ে আনন্দে মাতেন দলের ভারতীয় রিক্রুট ঋশি ধাওয়ান। দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে রবিউল গড়েন ৩৮ রানের জুটি। রবিউল হাফসেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন। এরপরই মেহেদী মারুফের ক্যাচে ড্রেসিংরুমের দেখিয়ে দেন মুক্তার আলি।
তৃতীয় উইকেটে মাহিদুল আর শ্রীলঙ্কান রিক্রুট অশোক মিনারিয়া বেশ লড়েছেন। জুটিতে ১৩১ রান করেন তারা। ঋশি ধাওয়ানের ক্যাচে মাহিদুলকে ফিরিয়ে বিপজ্জনক তৃতীয় উইকেট জুটি ভাঙেন শুভাশিষ রায়। মাহিদুল করেন ৯৯ বলে ৭ চার ও ২ চারে ৭৭।
মিনারিয়া ৭৯ বলে ৭ চার ও ২ ছয়ে ৮৭ রানে অপরাজিত থাকেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৪২ রানে ১টি উইকেট নেন মুক্তার আলি। ঋশি ধাওয়ান ৬৫ রানে ও শুভাশিষ রয় ৫৯ রানে ১টি করে উইকেট শিকার করেন।
এরপর লিজেন্ডসদের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মেহেদী মারুফ দাপটে ৯.১ ওভারে দলীয় ৫০ রান পেরিয়ে যায় ফেভারিটরা। এর মধ্যে ৩১ রানই ছিল নাঈমের। ৫৪ বল অর্ধশতক করেন তিনি।
মোহাম্মদ নাঈমের দেখানো পথেই হাটেন মেহেদী মারুফ। নাঈম-মেহেদীর ওপেনিং জুটি ২২.১ ওভারে দলীয় শতরানে পৌঁছে। নাঈম ২৫তম ওভারে মইনুল ইসলামের করা তৃতীয় বলে আবদুল হালিমের হাতে ধরা পড়েন। ওপেনিং জুটি আসে ১১৮ রান। নাঈম করেন ৯ চার ও ১ ছয়ে ৭২ রান। খেলেন ৭৩ বল।
এরপর মুমিনুলকে নিয়ে ঠিক পথেই এগিয়ে যেতে থাকেন মারুফ। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৬৪ রানের জুটি। মুমিনুল ৩৭ বলে ১ চারে ২৬ রান করে আউট। শাহরিয়ার নাফীস ফেরেন চটজলদি। মেহেদি ৮৮ বলে ১ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি তুলে নেন। ১৩৪ বলে ৮ চার ও ২ ছয়ে ১০৮ রানে ফিরেন তিনি। তবে অধিনায়ক নাঈম ইসলাম অপরাজিত ২৮ রান করে দলকে জিতিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন।
খেলাঘরের হয়ে মুনিরুল ইসলাম শিকার করেন ৪২ রানে ৩টি উইকেট। তবে ম্যাচেরসেরা সেঞ্চুরিয়ান মেহেদী মারুফ।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৫০ ওভারে ২৬৪/৩ (রবি ৫৩, সাদিকুর ১৯, মাহিদুল ৭৭, মেনারিয়া ৮৭*, মইনুল ১৩*; শুভাশিস ১/৫৯, নাবিল ০/২৫, ধাওয়ান ১/৬৫, মিনহাজুর ০/৩৮, মুক্তার ১/৪২, নাঈম ০/২৮)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২৬৮/৫ (মারুফ ১০৮, মোহাম্মদ নাঈম ৭২, মুমিনুল ২৬, শাহরিয়ার ৮, নাঈম ২৮*, জাকের ১৮, ধাওয়ান ০*; রবিউল ১/৫৮, রবি ০/৩৪, তানভীর ০/২৮, হালিম ০/২৭, ইফতেখার ০/৩২, মাসুম ১/৪২, মইনুল ৩/৪২)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী মারুফ
Discussion about this post