ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৩২ পেরিয়ে ৩৩-এ পা রাখার দিনই মাঠে ফিরলেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচের একাদশে এই অলরাউন্ডার। রোববার আঙুলের চোট কাটিয়ে বল হাতে ঝড় তুললেন তিনি।
জন্মদিনে অনন্য সম্মান পেলেন সাকিব। ইডেনে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানোর প্রথা রয়েছে। রোববার এই ঘণ্টা বাজিয়েছেন সাকিব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা ছয় মৌসুম কলকাতার কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। অবশ্য দুই মৌসুম আগে কলকাতা ছাড়লেও তাকে দিয়েছে বিশেষ মর্যাদা দিয়েছে ইডেন কর্তৃপক্ষ। ম্যাচ শুরু হওয়ার আগে ঐতিহাসিক ‘ফাইভ মিনিট বেল’ বাজানো হয়েছে তাকে দিয়ে।
রোববার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলার আগে ঘন্টা বাজালেন সাকিব।
কেকেআর ও ইডেন নিয়ে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেছিলেন সাকিব, ‘কেকেআর, ইডেন! এই দুটি নাম বললে অনেক স্মৃতি ভিড় করে মনে। প্রথম মৌসুম থেকে যত দিন ছিলাম, সব কটি স্মৃতিই আমার কাছে স্মরণীয়। চ্যাম্পিয়ন হয়েছি, মানুষের মন জয় করেছি। আরও একটা ব্যাপার ছিল। ঢাকা আর কলকাতা, খুব কাছাকাছি বলে আমার বন্ধুবান্ধব, পরিবার, সবাই ম্যাচ দেখতে আসত। কলকাতার মানুষ, ইডেনের দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, আর এটা কোনো দিন ভুলব না।’
Discussion about this post