ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রায় দেড় মাসের পুনর্বাসন শেষে শনিবার হালকা দৌড় শুরু করেছেন তাসকিন আহমেদ। কোন সমস্যা ছাড়াই সেটা চালিয়ে যান তিনি। তাতে বোঝা গেল বিশ্বকাপ খেলার স্বপ্নটা এখনো তার উজ্জ্বল। পরে সংবাদমাধ্যমে এ পেসার বলেন, বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন।
একাধিকবার চোটের পড়ায় গেল বছরটা ভাল কটেনি তাসকিনের। জাতীয় দলের বাইরে ছিলেন প্রায় ৯ মাস। তবে ফেরার মঞ্চ হিসেবে এ ডানহাতি বেঁছে নিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) করেছিলেন দুর্দান্ত বোলিং। ২২ উইকেট নিয়ে ছিলেন সেরা দুইয়ে। তাঁ=র দল সিলেট সিক্সার্স শেষ চার খেলতে পারলে আর তিনি ফিট থাকলে হয়তো শীর্ষ উইকেটশিকারিই হতেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট—দুই সিরিজেই তাসকিনকে দলে রাখতে দুবার ভাবেননি নির্বাচকেরা। সব এলোমেলো হয়ে গেল নিউজিল্যান্ড সফরের পাঁচ দিন আগে পাওয়া চোটে।
বিপিএল চলাকালিন অ্যাঙ্কলে চোট পেয়েছিলেন তাসকিন। যে কারণে ছিটকে পড়েছিলেন। স্বাভাবিকভাবেই তিনি ভীষণ ভেঙেই পড়েছিলেন। তবে শনিবার রানিংয়ের পর তার আত্মবিশ্বাসী মুখটা বলে দিচ্ছিল, এ ধাক্কা সামলে উঠেছেন। রানিং শেষে তাসকিন বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই আধঘণ্টা দৌড়ালাম। শঙ্কা ছিল, একটু ব্যথা লাগতে পারে। লাগেনি। প্রায় দেড় মাস পর রানিং করেছি বলে একটু কষ্ট হয়েছে। মনটা এখন ভালো লাগছে, সমস্যা ছাড়া রানিং সেশন শেষ হয়েছে। এখন ব্যাটিং করব। ভালো অগ্রগতি হচ্ছে। এভাবে চলতে থাকলে এ মাসেই বোলিং শুরু করব ইনশা আল্লাহ।’
ফিটনেস ফিরে পেতে ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচও খেলবেন তাসকিন। তবে তার ভাবনাজুড়ে আসলে বিশ্বকাপ, ‘বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন। জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কী হবে। এত বেশি চিন্তা করছি না। এখন একটাই ভাবনা, শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া। ২০১৫ বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্য রকম। বিশ্বকাপের স্মৃতিগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। দোয়া চাই, যেন শতভাগ ফিট থেকে বিশ্বকাপে খেলতে ও ভালো করতে পারি। বিশ্বকাপে বাংলাদেশ ভালো করলে সেটার অনুভূতি অন্য রকম হবে।’
ধীরে ধীরে চোট থেকে সেরে ওঠায় দারুণ স্বস্তিবোধ করছেন তাসকিন। এবার কঠোর পরিশ্রম করে এ ডানহাতি ফিরতে চান জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে।
Discussion about this post