ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অন্য যেকোন সময়ের চেয়ে এবারের জন্মদিনটা তামিম ইকবালের কাছে সম্পূর্ণ অন্যরকম। কেননা গত শুক্রবার এ বাঁহাতি ক্রাইস্টচার্চের পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় হামলার ঘটনা খুব কাছ থেকে দেখেছেন। বড় কোন ক্ষতি না হলেও এখনও আতঙ্কের মধ্যেই রয়েছেন তিনি। যদিও সেটা কাটাতে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। এরইমধ্যে বুধবার এ বাঁহাতি পা রেখেছেন ৩০ বছরে। শুভ জন্মদিন ড্যাশিং ওপেনার। এ দিনে ভক্ত সমর্থকদের শুভেচ্ছায় ভাসছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। সেই তালিকায় রয়েছে আইসিসিও।
১৯৮৯ সালের ২০ মার্চ বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেওরিতে বিখ্যাত খান পরিবারে জন্ম তামিমের। পিতা ইকবাল খান ছিলেন আপাদমস্তক ক্রীড়াবিদ, ক্রীড়ানুরাগী ও ক্রীড়া অন্তঃপ্রাণ। ফুটবল ও ক্রিকেট একসঙ্গেই খেলেছেন দাপটে। সত্তর দশকে ঢাকার ফুটবলের সূর্য যখন মধ্যগগণে, তখন ইকবাল খান ছিলেন নামী ফুটবলারদের একজন। ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডানের অধিনায়ক ইকবাল খান ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন। চট্টগ্রাম লিগে তার সেঞ্চুরিও আছে।
তামিমের চাচা আকরাম খান বাংলাদেশের ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ। বড় ভাই নাফিস ইকবালও ছিলেন জাতীয় দলের স্টাইলিশ ওপেনার, টেস্ট সেঞ্চুরিয়ানও। স্বভাবতই ক্রিকেটটা তামিমের রক্তে, অস্থি-মজ্জায়।
আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুকে পেইজে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, ‘১২, ৩০০ আন্তর্জাতিক রান। ২১টি আন্তর্জাতিক সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল।’
তামিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। এছাড়া টেস্টে ৩০০০ এবং ওয়ানডেতে ৫০০০ হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার তিনি। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশিদের মধ্যে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিমই প্রথম।
২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তামিমের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। এখন পর্যন্ত ৫৮টি টেস্ট, ১৮৯ ওয়ানডে আর ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
এখন পর্যন্ত ৪২ টেস্টে ৯ সেঞ্চুরি ও ২৭ হাফসেঞ্চুরিতে ৪৩২৭ রান করেছেন তামিম। তার সর্বোচ্চ সংগ্রহ ২০৬ রান। এদিকে ১৮৯ ওয়ানডেতে ৬৪৬০ হাজার রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে ১১ সেঞ্চুরি ও ৪৪টি হাফসেঞ্চুরি। এদিকে ৭৫ টি-টোয়েন্টিতে তিনি ১৬১৩ রান করেছেন ড্যাশিং এ ওপেনার। সেঞ্চুরি রয়েছে একটি।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ৫৩ বলে ৫১ রান করে প্রথমবার বিশ্ব ক্রিকেটে আলোচনায় আসেন তামিম। সে পথ ধরে এ বাঁহাতি ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হন।
Discussion about this post