ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে সদ্যই শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি। তবে দ্রুতই মাঠে ফিরতে চান সাকিব আল হাসান। সেটা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে ঐ টুর্নামেন্টে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বছরের শুরুতে হয়ে যাওয়া বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব। যে কারণে নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি তিনি। আপাতত পুর্নবাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি। তবে মাঠের লড়াইয়ে ফেরার মতো অবস্থা হয়নি তার। এজন্য আইপিএল তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
আগামী মে’র শেষ দিকে ইংল্যান্ডে বসতে যাচ্ছে বিশ্বকাপ। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এছাড়া এপ্রিলের মাঝামাঝি থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। এরআগে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এ ব্যাপারে মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব আল হাসান মাত্র চোটমুক্ত হয়ে ফিরেছেন। আমি আশা করি পরবর্তী মূল্যয়নের পর তার আইপিএলে খেলার বিষয়টি পরিস্কার হবে।’
২০ মার্চ পুরোদমে অনুশীলনে ফেরার কথা সাকিবের। এরপরই ফিটনেস টেস্টে বসবেন এ বাঁহাতি। সেখান থেকে পাওয়ার রিপোর্টের উপরই আসলে নির্ভর করছে তার আইপিএল ভাগ্য। ঐ রিপোর্টের পরই তার আইপিএল ভাগ্য নির্ধারিত হবে। কয়েকদিন আগে এমনটাই জানিয়েছিলেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
গতবারের মতো এবার আইপিএলে সাকিব খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। আগামী ২৪ মার্চ দলটি শুরু করবে ট্রফি জয়ের মিশন।
Discussion about this post