ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত মানুষের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে। শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় দুঃসহ অভিজ্ঞতা হয় বাংলাদেশ ক্রিকেট দলে। ভাগ্য ভালো অস্ত্রধারী সন্ত্রাসীর মুখোমুখি হতে হয়নি।
শুক্রবারের এই সন্ত্রাসী ঘটনায় স্তব্ধ গোটা বিশ্বের শান্তিগামী মানুষেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষরা। পাশে থাকছেন বাংলাদেশের। টুইটারে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘হতবাক হয়ে যাওয়ার মতো শোকাবহ ঘটনা। ক্রাইস্টচার্চে এইকাপুরুষোচিত হামলায় হতাহত মানুষদের জন্য আমার অনেক ভালোবাসা। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, নিরাপদে থাকুন।’
পুরো ঘটনায় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও পুরো ঘটনায় উদ্বিগ্ন। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ঘটনার পরই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার সিরিজের তৃতীয় টেস্ট বাতিল হওয়ায় নিজের সমর্থনের কথা শোনালেন। রিচার্ডসন বলেন, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্বস্তির খবর-দুই দল, স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা নিরাপদে আছেন। টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের।’
ভারতের আরেক ক্রিকেটার সুরেশ রায়না টুইটারে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ভীষণ চিন্তিত আমি।’ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন লিখেন, ‘মানবতার জন্য পৃথিবীর কোনো জায়গাই এখন আর নিরাপদ না। কারণ মানুষই এই গ্রহের সবচেয়ে বড় শত্রু।’
ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে এই দুঃসংবাদ শুনে টুইটারে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে যখন আপনাকে সরাসরি গুলি থেকে বাঁচতে হয়, তখন বুঝে নেবেন পৃথিবীটা মোটেও ভালো জায়গা নয়। বাংলাদেশ দল নিরাপদ আছে জেনে স্বস্তি লাগছে।’
Discussion about this post