ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেই ছুটির আমেজে ছিলেন তিনি। শুরুতে গিয়েছিলেন তার নিজের শহর নড়াইলে। যেখানকার তিনি সংসদ সদস্যও। স্থানীয় মানুষদের সমস্যা নিয়ে কথা শেষেই বেড়িয়ে পড়েন ছুটির আমেজে। ভারতের বেশকিছু বিনোদন কেন্দ্রে বেড়ানোর পর দেশে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবারই নেমে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে। আবাহনীর জার্সিতে খেলছেন তিনি। শুরুতেই জয় তুলে নেন এই অলরাউন্ডার।
ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে ১৪ রানে হারিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা টানা তিন ম্যাচেই তুলে নেয় জয়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান করে আবাহনী। জবাবে নেমে ইয়াসির খেলেন অপরাজিত ১০৬ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ছিল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০২। এদিন ৮ চার ও ২ ছক্কায় সেটিকে ছাড়িয়ে করেন ১১২ বলে ১০৬। তারপরও ব্রাদার্স আটকে যায় ২২২ রানে।
এবারের লিগে প্রথম খেলতে নেমেই সফল মাশরাফি। তিনি প্রথমে ব্যাটে করেন ১৫ বলে ২৬। এরপর তুলে নেন ২ উইকেট। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এবারের লিগে খেলছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী : ৫০ ওভারে ২৩৬/৬ (জহুরুল ১৪, জাভেদ ১, জাফর ৮, শান্ত ৪৪, মোসাদ্দেক ৫৪, সাব্বির ১৩, সাইফ ৫৯*, মাশরাফি ২৬*; শরিফ ৯-১-৫৮-০, মেহেদি ১০-০-৫৮-২, চিরাগ ৭-০-২৮-১, নাঈম জুনিয়র ৮-০-২৮-২, শরিফউল্লাহ ১০-২-৩০-১, সাখাওয়াত ৬-০-৩১-০)।
ব্রাদার্স : ৫০ ওভারে ২২২/৮ (মিজানুর ৭, জুনায়েদ ১৭, হামিদুল ০, চিরাগ ১৫, ইয়াসির ১০৬*, ফজলে রাব্বি ১৩, শরিফউল্লাহ ২১, শরিফ ১৭, নাঈম জুনিয়র ১০, মেহেদি ১*; রুবেল ৯-৩-২৬-০, মাশরাফি ৮-০-৩৯-২, সাইফ ১০-১-৫৪-১, মোসাদ্দেক ৮-০-২৮-০, সানজামুল ৬-০-২৬-১, আরিফুল ৪-০-২৭-০, সাব্বির ৫-০-২১-২)।
ফল: আবাহনী লিমিটেড ১৪ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ সাইফ উদ্দিন
Discussion about this post