ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) আল লড়াই শুরু হচ্ছে শুক্রবার। প্রথম দিনই মাঠে নামছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা বিকেএসপিতে লড়বে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া বিকেএসপি। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে উত্তরা স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
এবারের লিগের শুরুতেই ১২ দল মুখোমুখি হয় ২০ ওভারের ক্রিকেটে। সেই লড়াইয়ে ২৪ রানে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
কয়েক দফা সময়সূচি পরিবর্তনের পর অবশেষে আজ মাঠে গড়াচ্ছে ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গত কয়েক বছরের মতো এবারও এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল।
একটা সময় দেশের ক্রিকেট মৌসুমের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। দেশেই আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত আয়োজন ও বিপিএলের আবির্ভাবের পর এ টুর্নামেন্টের আবেদন কমেছে আগের চেয়ে।
এবারও এক রাউন্ড থেকে আরেক রাউন্ডের মাঝে একদিনের বিরতি রেখেছে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
তবে সেরা তারকাদের ছাড়াই মাঠে নামবে দলগুলো। জাতীয় দলের তারকারা এখনই যোগ দিচ্ছেন না লিগে।
Discussion about this post