ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো ক্রিকেট খেলল শ্রীলঙ্কা। সেই ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় সফর করছে এশিয়া দেশগুলো। কিন্তু কখনোই টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। এবার হিসেবের ছক উল্টে দিয়ে রীতিমতো ইতিহাস গড়ল চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা।
এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাঠ থেকে সিরিজ জিতে ফিরল দল।
শনিবার টেস্টের তৃতীয় দিনে দলকে অনায়াস জয় এনে দেন কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দো। অবশ্য জয়ের মঞ্চটা আগের দিনই প্রস্তুত ছিল। এদিন জিততে ৮ উইকেট নিয়ে মাত্র ১৩৭ রান দরকার ছিল লঙ্কানদের। সেই লক্ষ্যটা অনায়াসেই পূরণ করে ফেলল দলটি। এরই পথ ধরে দুই ম্যাচে সিরিজ ২-০ তে জিতে প্রোটিয়াদের মাটিতে ইতিহাস গড়ল চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা।
শেষ ইনিংসে জিততে লঙ্কানদের দরকার ছিল ১৯৭ রান। শুক্রবার ২ উইকেটে ৬০ রানঅনেকটা এগিয়ে যায় অতিথিরা। কুসল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দো পথ দেখান দলকে। এই দুই ব্যাটসম্যানই পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে টেস্টের তৃতীয় দিনে বাকি ১৩৭ রান হাসি মুখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত কুশল ৮৪ আর ফার্নান্দো ৭৫ রানে ছিলেন অপরাজিত।
আগের দিন সেন্ট জর্জেস পার্কে বোলাররা ১৯ উইকেট খেলাটি চটজলদি শেষের ইঙ্গিত দেন। এ কারণেই মনে হচ্ছিল ১৯৭ রান তুলতে বেগ পেতে হবে শ্রীলঙ্কার। কিন্তু কুশল-ওশাদা তেমন কিছুই হতে দিলেন না। উল্টো দেড়শ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রোটিয়াদের মাটিতে প্রথমবার লঙ্কানদের টেস্ট জয়ের আনন্দে মাতান।
এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এর আগে শুধু পাকিস্তান ও ভারতের সিরিজ ড্র করে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে পেরেছিল। কিন্তু সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। সব মিলিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দেশ হিসেবে প্রোটিয়াদের মাটি থেকে টেস্ট সিরিজের ট্রফি ছুঁয়েছে লঙ্কানরা। আর ২০১৫-১৬ মৌসুমের পর এবার প্রথম দেশের মাঠে টেস্ট সিরিজ হারল প্রোটিয়ারা।
সিরিজের প্রথম টেস্টে নিশ্চিত হারা ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিংয়ে করে কুশল পেরেরা (১৫৩*) শ্রীলঙ্কার জেতান ১ উইকেটে। ঐ ইনিংসেই তাকে সিরিজ সেরার পুরস্কার এনে দিয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরাও হয়েছেন কুশল মেন্ডিস।
ওশাদা ১০৬ বলে দুই ছক্কা আর ১০ চারে অপরাজিত ছিলেন ৭৫ রানে। তার সঙ্গে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬৩ রানের জুটি উপহার দেওয়া মেন্ডিস ১৩ চারে ১১০ বলে করেন ৮৪।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২২/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৪/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৫৪/১০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৪৫.৪ ওভারে ১৯৭/২ (ওশাদা ৭৫*, মেন্ডিস ৮৪*; স্টেইন ০/৩৮, রাবাদা ১/৫৩, অলিভিয়ের ১/৪৬, মুল্ডার ০/৬, মহারাজ ০/৪৫)
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা
ম্যাচসেরা: কুসল মেন্ডিস
সিরিজসেরা: কুসল পেরেরা
Discussion about this post