ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি খুব ভাল করেই জানেন আবারো জাতীয় দলে জায়গা পাওয়াটা মিশন ইমপসিবল। তারপরও হাল ছাড়তে নারাজ। যদিও দিন কয়েক আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ড্রাফটে মোহাম্মদ আশরাফুলকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। পারিশ্রমিক বাড়েনি জাতীয় দলের সাবেক অধিনায়কের। ১৩ লাখ টাকা এবার খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
আগের বছরের ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে করেন ৫টি সেঞ্চুরি। যদিও যার মধ্যে চারটিই ছিল ধীর গতির। যে কারণে মোহাম্মদ আশরাফুল পড়েন সমালোচনায়। এবার অবশ্য আর তেমনটি হবে না বলে মনে করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ ব্যাটসম্যান। আসন্ন টুর্নামেন্টে স্ট্রাইক রেট বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান।
কলাবাগানের জার্সিতে গত মৌসুমে ১৩ ম্যাচে ৫ সেঞ্চুরিতে আশরাফুল তুলেন ৬৬৫ রান। তারপরও এ ডানহাতি সমালোচনায় পড়েছিলেন স্ট্রাইক রেট (৭৪.১৩) নিয়ে। আগের সেই ব্যাটিং নিয়ে আশরাফুল বলেন,‘এটা আসলে আমি মনে করি না (স্লো ব্যাটিং)। যদি ম্যাচের পরিস্থিতি দেখেন…পরিস্থিতি অনুযায়ী ঠিকই ছিল। কারণ মোহামেডানের সাথে আমি ১২৭ করেছিলাম ১২৩ বলে। রান যখন বেশি হবে তখন এক ধরনের খেলা, আবার উইকেট পড়ে গেলে আরেক রকমের খেলা হবে’
আগের চেয়ে এখন আরো বেশি ফিট আশরাফুল। জানাচ্ছিলেন, ‘শেষ বছর ৭৪ স্ট্রাইক রেট ছিল, এবার চেষ্টা থাকবে সেটা বাড়ানোর। তবে এটাও ঠিক শেষ বছর থেকে আমি এখন অনেক ফিট। সবকিছু অনেক উন্নতি হয়েছে। গতবার এতটা ফিট ছিলাম না। লক্ষ্য তো থাকবেই স্ট্রাইক রেটটা যেন ভালো হয়। দলের পারফরম্যান্সে প্রভাব রাখবে ওইভাবে চেষ্টা করব।’
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে ৮ মার্চ। তার আগে প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি। ২৬ ফেব্রুয়ারি শাইনপুকুরের বিপক্ষে আশরাফুলের দলের প্রথম পরীক্ষা।
Discussion about this post