ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে যাচ্ছেন শুভগত হোম চৌধুরী। ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের টি-টুয়েন্টিতে রীতিমতো ঝড় তুলছেন তিনি। মঙ্গলবার নাম লেখালেন রেকর্ড বইয়ে। গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টি-টুয়েন্টি হাফসেঞ্চুরির রেকর্ড। তার নৈপুণ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২২ রানে হারাল শাইনপুকুর। এ নিয়ে চলতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল দলটি।
মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ১৮ বলে ৫৮ রানের অপরাজিত ছিলেন শুভাগত। তারমধ্যে ১৬ বলে ৪ চার ও ৬ ছয়ে হাফসেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লেখান এ ডানহাতি। বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ছিল মুমিনুল হকের। ২০১৩ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের তিন ম্যাচের চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ‘এ’ দলের হয়ে ১৯ বলে ফিফটি করেছিলেন মুমিনুল।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নামা শাইনপুকুরের হয়ে ২২ গজে শুভাগত গিয়েছিলেন ১৬তম ওভারে। ঐ ওভারেই একটি চার হাঁকান তিনি। পরের ওভারে আলাউদ্দিন বাবুর বলে টানা দুটি চার ও ছয়। ১৮তম ওভারে কাজি অনিকের ওভারে আরও তিনটি ছয়। শেষ ওভারে অনিকের বাঁহাতি পেসে মারেন আরও দুটি চার ও ছয়। এদিকে তার সঙ্গে জ্বলে উঠেন তৌহিদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ দলের এ ক্রিকেটার খেলেন ৪১ বলে ৬৬ রানের ক্যামিও ইনিংস। আর তাতে মোহামেডানের বিপক্ষে ২০ ওভারে ১৯২ রান করে শাইনপুকুর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানে থামে মোহামেডান।
শাইনপুকুরের সফল বোলার সোহওয়ার্দী শুভ। এ স্পিনার ১৭ রানে নেন ২টি উইকেট। সুজন হালদার ও হামিদুল নিয়েছেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর: ২০ ওভারে ১৯২/৪ (সাব্বির ১০, শুভ ২, আফিফ ২৫, হৃদয় ৬৬*, রাকিব ২২, শুভাগত ৫৮*; আলাউদ্দিন ১/৪৫, অনিক ১/৬২, নিহাদ ১/৩২, সাকলাইন ১/২৩)।
মোহামেডান: ২০ ওভারে ১৭০/৯ (অভিষেক ১৯, মজিদ ৩৩, আশরাফুল ২১, রকিবুল ১৬, নাদিফ ১, সোহাগ ১, ইরফান ৫২*, আলাউদ্দিন ১৩, সাকলাইন ৪*; শুভ ২/১৭, সুজন ২/৪০, হামিদুল ২/৪, দেলোয়ার ১/২, আফিফ ১/৭)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২২ রানে জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম চৌধুরী
Discussion about this post