ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা পূনরুদ্ধারের মিশনে ফের মাঠে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) শক্তিশালী দল গড়েছে লিজেন্ডসরা। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে শক্তিশালী দল গড়েছে রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লিগের অষ্ঠম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে ১২টি ক্লাব ২৩৫ জনের তালিকা থেকে খেলোয়াড় বেছে নিয়েছে। তার আগেই দলগুলো গত আসরের দল থেকে তিনজন করে খেলোয়াড় রেখে দেয়।
৮ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৮-২০১৯ মৌসুম। তার আগে এই ক্লাবগুলোই মুখোমুখি হবে টি-টুয়েন্টি টুর্নামেন্টে।
আসন্ন ডিপিএলে রুপগঞ্জের হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুমিনুল হক। সঙ্গে আছেন শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, মোহাম্মদ শহিদ, শুভাশীষ রায় চৌধুরীর পাশাপাশি একঝাক তরুণ ক্রিকেটার।
চলুন দেখে নেই রূপগঞ্জের দল-
ধরে রাখা: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান
ড্রাফটে নেওয়া: মুমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রায় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু।
Discussion about this post