ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টুয়েন্টি। এবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোববার রাতে ফাইনালে তারা হারায় প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে।
চলুন দেখে নেই এবার ব্যাটে-বলে ঝড় তুললেন তারা।
ফরহাদ রেজা: তিনি হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ৪ ম্যাচে ১১ উইকেট আর ৪ ইনিংসে ৩৫.৬৬ গড় ও ২২৭.৬৫ স্ট্রাইক রেটে ১০৭ রান আসে প্রাইম দোলেশ্বরের অধিনায়কের ব্যাটে। টুর্নামেন্টের সেরা বোলারও রেজা। অবশ্য সমান ১১ উইকেট পেয়েছেন শেখ জামালের পেসার শহিদুল ইসলাম।
ইমতিয়াজ হোসেন: শেখা জামালের এই ক্রিকেটার নজর কাড়লেন। ফাইনালে ৪৪ বলে ৫৬ রানের ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। সব মিলিয়ে ৪ ইনিংসে ১১০ রান করেছেন তিনি।
রুবেল মিয়া: ৩ ম্যাচে ১২৯ রান করে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার। গড় ৪৩, স্ট্রাইক রেট ১২০.৫৬।
তৌহিদ হৃদয়: ঢাকা লিগের টি-টুয়েন্টিতে সেরা উদীয়মান ব্যাটসম্যান হয়েছেন তৌহিদ হৃদয়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ৩ ইনিংসে করেন ৯৯ রান। দুই ম্যাচে অপরাজিত থাকায় গড় ৯৯।
আরিফুল হক: লিগের সেরা ফিল্ডার হয়েছেন তিনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৩ ম্যাচে নেন সর্বোচ্চ ৫ ক্যাচ।
সুমন খান: টুর্নামেন্টের সেরা উদীয়মান বোলার বিকেএসপির এই পেসার। প্রথমবারের মতো টি-টুয়েন্টি খেলে ২ ম্যাচে ৩ উইকেট নেন তিনি।
নুরুল হাসান সোহান: চ্যাম্পিয়ন শেখ জামালের অধিনায়ক। ব্যাট হাতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২৪ রান করেন তিনি। ৪১.৩৩ গড় ও ১৩৪.৭৮ স্ট্রাইক রেটে। গ্লাভস হাতে ডিসমিসাল ৪টি।
শুভাগত হোম: টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৩ ইনিংস খেলে শাইনপুকুরের অলরাউন্ডার ছক্কা মেরেছেন ১১টি। ৪ ইনিংসে ১০টি ফরহাদ রেজার।
মানিক খান: টুর্নামেন্টে হ্যাটট্রিক করা একমাত্র বোলার। প্রাইম দোলেশ্বরের পেসার বিকেএসপির বিপক্ষে নেন ১২ রানে ৪ উইকেট। করেন হ্যাটট্রিক। বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টুয়েন্টি হ্যাটট্রিক করেছেন এর আগে আল আমি্ন হোসেন ও আলিস ইসলাম।
Discussion about this post