ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরাট কোহলির মানেই যেন ব্যাটে রান উৎসব। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় একের পর এক সাফল্যে রঙিন করে তুলেছেন। মঙ্গলবার নাগপুরে ব্যাট হাতে দাপট দেখালেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তারই পথ ধরে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি। ১২০ বলে ১০ চারে তুলেন ১১৬ রান। ক্যারিয়ারের ৪০তম ওয়ানডে শতরান হাঁকাতে গিয়েই নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
এখন পর্যন্ত মাত্র ছয়জন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান করেছেন। ১৫৯ ইনিংসে এই রেকর্ড গড়ে পেছনে ফেলেন রিকিপ পন্টিংকে। ভারতের হয়ে মহেন্দ্র সিং ধোনিও আছেন নয় হাজারি ক্লাবে। ২৫৩ ইনিংসে এই ক্লাবের সদস্য হনতিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২০৩ ইনিংসে ৯ হাজার রান ক্লাবে পা দিয়ে গড়েছিলেন দ্রুততম এই রেকর্ড। কিন্তু কোহলি পেছনে ফেললেন তাকে। ২২০ ইনিংসে এই ক্লাবের সদস্য হয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথের।
এর আগে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৪ হাজার (৭৩ ইনিংস), ৫ হাজার (৯৩ ইনিংস), ৬ হাজার (১০৬ ইনিংস), ৭ হাজার (১২৪ ইনিংস), ৮ হাজার (১৩৭ ইনিংস) রানের রেকর্ডেও গড়েন কোহলি।
মঙ্গলবার অজিদের বিপক্ষে পেয়ে যান ৪০তম ওয়ানডে সেঞ্চুরি। এখন সামনে শুধু লিজেন্ড শচীন টেন্ডুলকার। তার রেকর্ড ৪৯ সেঞ্চুরির রেকর্ড হয়তো বছর খানেকের মধ্যেই ভাঙবেন কোহলি। ২২৪ ওয়ানডের ক্যারিয়ারে কোহলির ব্যাট থেকে এসেছে ১০৬৯৩ রান।
Discussion about this post