ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে ছাড়াই হ্যামিল্টন টেস্টে খেলেছে বাংলাদেশ। অভাবটাও চোখে পড়েছে। শঙ্কার খবর হলো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিকুর রহীম। আঙুল ও কবজির চোট সামলে উঠতে পারেন নি এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৮ মার্চ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে শঙ্কার কথা শোনালেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস।
স্টিভ রোডস জানালেন, ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে।
এর আগে ডানেডিনে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় মুশফিক বুড়ো আঙুলে চোট পান। কবজিতে ব্যথাটা বেশ পুরনো। এ কারণে প্রথম টেস্টে খেলতে পারেন নি তিনি। ওয়েলিংটনে ফিরতে চেয়েছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
রোডস বলেন, ‘মুশফিক ফিট হয়ে ওঠার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাই করছে। বুধবার ছিল তাঁর প্রথম আসল অনুশীলন। টেনিস বল, রাবার বল ও ক্রিকেট বলের মুখোমুখি হয়েছে। ক্রিকেট বল খেলার সময় ও লিগামেন্টে ব্যথা টের পেয়েছে। এ কারণেই দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা থাকছে। আমরা সব সময়ই মুশফিকের অপেক্ষায় আছি।’
তৃতীয় টেস্টেই হয়তো দেখা মিলবে মুশফিকের। রোডস জানান, ‘দেখুন, সুসংবাদ হলো সে তৃতীয় টেস্টে ফেরার পথেই রয়েছে। আশা করি এই পথে আর কোনো সমস্যা হবে না।’
Discussion about this post