ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নেপিয়ারের পর ক্রাইস্টচার্চেও সেই একই অবস্থা। এবারো ব্যাট হাতে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তবে একজন ঠিকই ব্যাট হাতে দাপট দেখালেন। তিনি মোহাম্মদ মিঠুন। এবারো দুর্দান্ত ইনিংসে প্রতিরোধ গড়লেন তিনি। সঙ্গে সাব্বির রহমানও লড়লেন। তবে অন্যরা সুপার ফ্লপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলও আটকে গেল অল্প পুঁজিতে।
কিউইদের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে শনিবার বাংলাদেশ অলআউট ২২৬ রানে। মিঠুন পেলেন টানা দ্বিতিয় হাফসেঞ্চুরি। এবার করেন ৬৯ বলে ৫৭ রান। সাব্বির রহমান ৬৫ বলে ৪৩।
সকালের বৃষ্টিতে ব্যাটিং করাটা আরো কঠিন হয়ে যায় বাংলাদেশের। আবার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় স্রোতের বিপরীতে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন তামিম ইকবাল। আর লিটন দাস শুরুতে আক্রমনাত্মক হতে গিয়ে আউট। তামিম প্রথম রানের দেখা পান ১৫ বল খেলে। শেষ অব্দি ২৮ বলে ৫ রান করে ফিরেন তিনি।
আর মুশফিকুর রহীম ও সৌম্য সরকার এবারো পারলেন না। মুশফিক দুই জীবন পেয়ে করেন ২৪ রান। আর সৌম্য ২২। মাহমুদউল্লাহ দ্রুত ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর মিঠুন আর সাব্বিরের ব্যাটে কিছুটা স্বস্তি। ১৫ ওয়ানডেতে চতুর্থ ফিফটি পান মিঠুন। ৪৩ রান থেকেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে। তারপর ৫৭ করে ফিরেন তিনি। আর সাব্বিরকে থামেন ৪৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৬/১০ (তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, মিঠুন ৫৭, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ৪৩, মিরাজ ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩, মুস্তাফিজ ৫*; হেনরি ১০-২-৩০-১, বোল্ট ১০-১-৪৯-১, ডি গ্র্যান্ডহোম ৪-০-২৫-১, ফার্গুসন ১০-০-৪৩-৩, অ্যাস্টল ১০-০-৫২-২, নিশাম ৫.৪-০-২১-২)।
Discussion about this post