ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। দিন কয়েক আগে সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হয়েছিলেন সেরা ক্রিকেটার। নিউজিল্যান্ড সফরে ঝড় তোলার অপেক্ষায় ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু চোটে পড়ে ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। তারপরও আলোচনায় আছেন তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ স্টিভ রোডস জানাচ্ছিলেন-, বিশ্বে সাকিবের মতো খেলোয়াড় খুব একটা নেই। তাকে ছাড়া ওয়ানডে সিরিজে খেলাটা আমাদের খুব সহজ হবে না।
বুধবার সকালের ম্যাচটি সামনে রেখে টাইগারদের হেড কোচ স্টিভ রোডস বলেন বলেন, ‘এই ওয়ানডে সিরিজে সাকিবের না থাকাটা আমাদের বেশ বড় একটা ধাক্কা। পুরো সফর অর্থাৎ টেস্ট সিরিজের ব্যাপারে আমি বলতে পারবো না, তবে এটুকু জানি যে ওয়ানডে সিরিজে তাকে আমরা পাচ্ছি না।’
সাকিব দলে নেই, চিন্তিত মাশরাফিও। বলছিলেন, ‘কিছু কিছু জায়গা আছে, যেগুলো পূরণ করা যায় না। কিন্তু কিছু তো করার নেই। চালিয়ে নিতে হবে সাকিবকে ছাড়াই।’
যদিও গত বছর জিম্বাবুয়ে সিরিজ আর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের মতো এবারও সাকিবের অভাবটা টের পাননি মাশরাফি। সেই আত্মবিশ্বাস থেকে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘সাকিব ছাড়াও আমাদের ভালো খেলার দৃষ্টান্ত আছে। এটা ঠিক যে জিম্বাবুয়ে সিরিজ থেকে টানা ম্যাচ খেলার মধ্যে থাকায় সবাই একটু ক্লান্ত। বিপিএলের পরও বেশি বিরতি পাওয়া যায়নি। তারপরও চেষ্টা তো করতেই হবে। যারা আছে তারা সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করা অসম্ভব নয়।’
২০১৭ সালের ৯ জুনে নিউজিল্যান্ড ২৬৫ রান তুলেও ম্যাচ বাঁচাতে পারেনি। সাকিব ও মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির সেই ম্যাচ ৫ উইকেটে জিতে লাল-সবুজের প্রতিনিধিরা। ১১৫ বলে ১১৪ রান করেন সাকিব।
এখন অব্দি সাতটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন সাকিব। যার দুটো নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছেন এ বাঁহাতি। সম্প্রতি সময়েও দারুণ ফর্মে ছিলেন। তার প্রমাণ তো বিপিএল পরিসংখ্যান ঘাটলেই পাওয়া যায়। বল হাতে ২৩ উইকেট শিকারি। ব্যাট হাতে ৩০১ রান।
কোচ স্টিভ রোডস বলছিলেন, ‘এই সিরিজ আমাদের জন্য কঠিন হবে। তবে আমাদের দলে অধিনায়ক মাশরাফি রয়েছে। দলকে জাগিয়ে তুলতে যার অকল্পনীয় দক্ষতা আছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। সেই জয় থেকে আত্মবিশ্বাস নিয়েই আমরা এখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবো। তবে আমরা জানি এখানকার কন্ডিশন, প্রতিপক্ষ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। আমি বলছি- এই সিরিজে আমরা আন্ডারডগ। তবে মনে রাখতে হবে আমরা কিন্তু আন্ডারডগ হিসেবেও যে কাউকে চমকে দিতে পারি।’
Discussion about this post