ক্রিকবিডি২৪.কম ডেস্ক
গানে কণ্ঠ দেওয়াটা তার জন্য নতুন নয়, এর আগে ২০০০ সালে ‘জোশ’ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান। দীর্ঘ সময় পর আবারো গাইতো শোনা যাবে তাকে। বলিউড বাদশাহ অনেকটা অনুরোধের ঢেকি গিললেন! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) থিম সংয়ে গাইলেন কিং খান।
অবশ্য গায়ক, সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর অনুরোধেই ফের রেকর্ডিং রুমে দেখা গেল শাহরুখকে। বলিউড বাদশা নিজ দলের থিম সংয়ে কন্ঠ দিতে অবশ্য শুরুতে রাজী ছিলেন না। এরপর বাপ্পি লাহিড়ী চেপে ধরলে না করতে পারেন নি!
বাপ্পি লাহিড়ীর কম্পোজিশনে কন্ঠ দিতে গিয়ে বেশ সিরিয়াসও ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই নিজেকে প্রস্তুত করে তবেই ঢুকেছেন রেকর্ডিং রুমে। আর শাহরুখের পারফরম্যান্সেও বেজায় খুশি সঙ্গীত পরিচালক। বাপ্পী লাহিড়ী যেমনটা বলছিলেন, ‘গান নিয়ে ওর কোন তালিমই ছিল না। আবার অভ্যাসও নেই। তারপরও বেশ ভাল গেয়েছে।’
বলিউড বাদশাহর গাওয়া ‘রান… রান… রান..’ লিরিকের গানটিতে মেতে উঠার অপেক্ষায় এখন দর্শকরা। আগের আসর গুলোতে কেকেআরের মাঠে এবং মাঠের বাইরে ‘করব, লড়ব, জিতবো’ গানটি মাতিয়ে রেখেছিলেন ক্রিকেটপ্রেমীদের।
আইপিএল সাফল্যে নেই কলকাতা নাইট রাইডার্সের। বছর পাঁচেক আগে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখের দল কেকেআর। এ কারণেই এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে নামবে দলটি। শাহরুখের গাওয়া নতুন এ থিম সং তারই একটা অংশ।
Discussion about this post