ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা চার ম্যাচে জিতে প্রাইম দোলেশ্বর যেন উড়ছিল। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছিল তারা। দোলেশ্বরকে থামল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বুধবার সাভারের বিকেএসপিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৬ ওভারে মাত্র ৮৫ রান করে আউট হয়ে গেছে প্রাইম দোলেশ্বর। সৌম্য সরকার এবং শালিকা করুনায়েকে নিয়েছেন ৩টি করে উইকেট। জবাবে ভিক্টোরিয়া লাঞ্চের আগেই ৯ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছে। ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় তারা।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ৮৫/১০, ২৬ ওভার (আরমান হোসেন ১০, তিলকরতেœ সাম্পাথ ১১, সোহাগ গাজী ২৬*, অতিরিক্ত ১৫; করুনানায়েকে ৩/২৯, সৌম্য সরকার ৩/২৫)।
ভিক্টোরিয়া : ৮৮/১, ১৪.৩ ওভার (এনামুল ৪৫*, রাসেল ৫, করুনানায়েকে ৩৩*; আশরাফুল ১/১৩)।
ফল : ভিক্টোরিয়া ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা : শালিকা করুনানায়েকে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বুধবার ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ২৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে গেছে আবাহনী। রেলিগেশনের শংকায় এখন তারা। ৬ ম্যাচে ৫টিতেই হারল আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২৭২/৯, ৫০ ওভার (সৈকত আলী ৫৯, রাজাপাকসে ৬৯, থিরিমানে ৫২, তাপস বৈশ্য ৩৯*; পারানভিতানা ৩/৩৯, নাবিল ২/৩৬, শামসুল ২/৪০)।
আবাহনী : ১৫২/১০, ৩৫.৫ ওভার (আল-আমিন-২ ২৮, নাবিল ১৯*, আল আমিন ২১, নাজিমউদ্দিন ১৭, শাহরিয়ার নাফীস ১৫; এনামুল ৪/৪৩, ফরিদউদ্দিন ৩/৩৪)।
ফল : প্রাইম ব্যাংক ১২০ রানে জয়ী। ম্যাচসেরা : এনামুল হক জুনিয়র।
Discussion about this post