ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটার রিকি পন্টিংয়ের অধ্যায় শেষ হয়েছে আগেই। এবার নতুন ভূমিকায় সাবেক এই অধিনায়ক। পাঁচটি বিশ্বকাপে খেলে তিনটিতে জেতা এই তারকা জড়িয়ে গেলেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে। অবশ্য অবসরের পর থেকেই খন্ডকালিন কোচ হিসেবে একাধিকবার দায়িত্ব পালনও করেন তিনি। আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অজিদের সহকারী কোচ করেছে তাকে।
অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদ থেকে ডেভিড স্যাকার পদত্যাগ করতেই পন্টিংয়ের দ্বারস্থ কর্তারা।পন্টিংকে সহকারী কোচিংয়ে অন্তর্ভুক্ত করেছে সিএ। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার সন্ধানে জুন-জুলাইয়ে জাস্টিন ল্যাঙ্গারদের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হাই পারফরম্যান্স নির্বাহী প্রধান বেলিন্ডা ক্লার্ক জানান, ‘কোচিং স্টাফের ট্যাকটিকসে পরিবর্তনের অংশ হিসেবে রিকি পন্টিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচ জাস্টিন ল্যাঙ্গারকে গেম-প্ল্যান, ট্যাকটিকস তৈরি সহায়তা ছাড়াও ব্যাটসম্যানদেরও সহায়তা করবেন তিনি।’
এ বছরের ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই ব্যাটসম্যানদের প্রস্তুত করবেন পন্টিং। অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পেয়ে সাবেক এ অধিনায়ক বলেন, ‘এ বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিতে আমি উন্মুখ হয়ে আছি। এরআগে দলটির হয়ে খন্ডকালিন কোচ হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দারুণ উপভোগ করেছিলাম। কিন্তু বিশ্বকাপে দায়িত্ব পালন করাটা হবে ভিন্ন কিছুই।’
অস্ট্রেলিয়াকে ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ জেতাতে দারুণ অবদান রেখেছিলেন পন্টিং। ২০০৩ ও ২০০৭ সালে অজিরা তার নেতৃত্বেই জিতেছিল বিশ্বকাপ।
Discussion about this post