ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিরাপদেই নিউজিল্যান্ডে পা রেখেছেন জাতীয় দলের আট ক্রিকেটার ও দুই কোচ-ম্যানেজার। আগের দিন দুপুরে ঢা ছেড়ে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পৌঁছালেন মুশফিকুর রহিমরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক ও সাব্বির রহমান পোষ্ট দিয়ে জানালেন এই তথ্য।
ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক একটি সেলফি পোষ্ট করলেন। যেখানে লাগেজ হাতে দাঁড়িয়ে সাব্বির রহমান, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। তাদের পেছনে লিটন কুমার দাস ও নাঈম হাসান।
বিপিএল নিজেদের দল বিদায় নিতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন জাতীয় দলের ৮ ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে ৯ ফ্রেবুয়ারি দলের ৭ ক্রিকেটারও দেশ ছাড়বেন।
সাবেক অধিনায়ক মুশফিক ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে পৌঁছেছি।’ সাব্বির রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছেছি।’
১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফিদের প্রথম ওয়ানডে, নেপিয়ারে। ম্যাচ শুরু সকাল ৭টায়। শেষ দুটি ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ ও ২০ ফেব্রুয়ারি ডানেডিনে। খেলা শুরু ভোর চারটায়। এরপর দুই দল মুখোমুখি হবে ৩ ম্যাচ টেস্ট সিরিজে। প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি। ৮ মার্চ দ্বিতীয় টেস্ট, ওয়েলিংটনে। ১৬ মার্চ তৃতীয় ও শেষ টেস্ট, ক্রাইস্টচার্চে।
Discussion about this post