ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর মানেই নিশ্চিত হারের ডালি। সেই ২০০১ সাল থেকেদেশটিতে যাচ্ছে টাইগাররা। এরমধ্যে তিন সংস্করণ মিলিয়ে খেলেছে ২১টি ম্যাচ। কিন্তু একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস বদলাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার ঢাকা ছাড়ার আগে প্রধান কোচ স্টিভ রোডসের কথায় তেমনই প্রত্যয়।
নিউজিল্যান্ডের পথে উড়াল দেওয়ার আগে স্টিভ রোডস বলেন, ‘আশা করি, এবার কিছু ম্যাচ জিতব। জিততে পারলে দারুণ হবে। কাজটা খুব সহজ নয়, আমাদের সবশেষ সফরেও সেটি প্রমাণ হয়েছে। তবে দল নিয়ে আমরা খুশি এবার। ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা খুশি। ওয়ানডেতে আমরা ভালো খেলি, এই সংস্করণে আমরা গর্ব খুঁজে নেই। ওয়ানডেতে তাই সেরা ফলের আশা করছি আমি।’
অবশ্য টেস্টে ভাল করাটা কঠিনই হবে বলে মনে করেন রোডস। টাইগার কোচ বলছিলেন, ‘টেস্ট ম্যাচ খুব কঠিন হবে। তবে দেশের বাইরে খেলতে আগের চেয়ে আমরা এখন বেশি প্রস্তুত। আশা করি, টেস্ট ম্যাচেও এবার ভালো করতে পারব।’
সফর নিয়ে আশাবাদী মেহেদি হাসান মিরাজও। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘আমরা বেশ কিছু দিন আগেই যাচ্ছি। অনুশীলনের কয়েকটি দিন সময় পাব। নিউজিল্যান্ডে আমরা আগেও গিয়েছি। কন্ডিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। যত দ্রুত মানিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা করব। আমরা যারা আগে যাচ্ছি, আশা করি প্রস্তুতি ভালো হবে। আমরা ভাল খেলতে পারবো।’
আগের ব্যর্থতা পেছনে ফেলে এবার কি ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?
Discussion about this post