ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি ম্যাচটি যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করেছে বাংলাদেশ। সেই সাফল্য ধরে রেখেছে ওয়ানডেতেও। বল হাতে শুরুতে সাফল্য পেলেন পেসার তানজিম হাসান সাকিব। এরপর ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেললেন পারভেজ হোসেন। সব মিলিয়ে যুব ওয়ানডে সিরিজ জয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারাল জুনিয়র টাইগাররা।
মঙ্গলবার কক্সবাজারে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে। তারা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২০৯ রান। জবাব দিতে নেমে ৪৫.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
টি-টুয়েন্টিতে বল হাতে সফল ছিলেন সাকিব। এবার ওয়ানডেতেও এই পেসারের ঝলক দেখা গেল। ইনিংসের তৃতীয় ওভারে শিকার করেন দুই উইকেট। এরপর অধিনায়ক জেমিস স্মিথকেও সাজঘরে পাঠান যুবদলের এই পেসার।
ইংল্যান্ডের হয়ে লড়েছেন লুইস গোল্ডসওয়ার্থি। সপ্তম উইকেটে লুক হলম্যানকে নিয়ে গড়েন ৭০ রানের জুটি। ৯৯ বলে ৬১ রান করেন গোল্ডসওয়ার্থি। হলম্যান ৩৫ রানে অপরাজিত।
দুইশ ছাড়ানো সংগ্রহের জবাবে নেমে শুরুতেি্ ধাক্কা খায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ ও পারভেজ যোগ করেন ৮২ রান। ৫৬ বলে ৪৮ রান প্রান্তিকের ব্যাটে। পারভেজ তৃতীয় উইকেটে মাহমুদুল হাসানের সঙ্গে করেন ৮২ রান। ৮০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২০৯/৭ (চার্লসওয়ার্থ ২৬, স্মিথ ১২, ল্যামনবাই ১৭, হিল ৩০, গোল্ডসওয়ার্থি ৬১, হলম্যান ৩৫*, অলড্রিজ ২১*; সাকিব ৩/৪৭, মৃত্যুঞ্জয় ০/৪১, শামিম ০/৬, আশরাফুল ১/৪৪, রাকিবুল ২/৪১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৫.৪ ওভারে ২১০/৫ (তানজিদ ৯, প্রান্তিক ৪৮, পারভেজ ৮০, মাহমুদুল ৩৩, শামিম ১১, আকবর ১০*, মৃত্যুঞ্জয় ৮*; ল্যামনবাই ১/১৭, কাদরি ১/৩২, ফিঞ্চ ১/৪৯, হলম্যান ১/৫৫)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: পারভেজ হোসেন
Discussion about this post