ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের বাইরে সেরা সময়টাই কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল তারা। সেই সাফল্যের রেশ ধরে নিউজিল্যান্ডেও উড়ছে তাদের বিজয় কেতন। শনিবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও কিউইদের বিপক্ষে জয় তুলে নিয়েছে ভারত। মাউন্ট মঙ্গানুইতে ৯০ রানে জিতে মাঠ ছেড়েছে বিরাট কোহলির দল। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল তারা।
ম্যাচে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ও মহেন্দ্র সিং ধোনির দাপটে ভারত ৫০ ওভারে ৪ উইকেটে তুলে ৩২৪ রান। জবাব দিতে নেমে ২৩৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কুলদ্বীপ যাদব শিকার করেন ৪ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ধাওয়ান ও রোহিত দাপটে খেলেছেন। ৫৩ বলে হাফসেঞ্চুরি করেন ধাওয়ান। ৬২ বলে অর্ধশতক রোহিতের। দু’জন মিলে করেন ১৫৪ রান। ৬৭ বলে ৬৬ রানে আউট ধাওয়ান। আর রোহিত ৯৬ বলে ৮৭ রান করে ফিরেন। বিরাট কোহলি ৪৫ বলে ৪৩। আম্বাতি রায়ডু ৪৯ বলে ৪৭ রান। ধোনির ব্যাটে ৩৩ বলে অপরাজিত ৪৮।
জবাব দিতে নেমে কলিন মানরো (৩১) ও কেন উইলিয়ামসন (২০) আর শেষ দিকে ডগ ব্রেসওয়েলের ৪৬ বলে ৫৭ রান করেন। ম্যাচসেরা রোহিত শর্মা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩২৪/৪ (রোহিত ৮৭, ধাওয়ান ৬৬, কোহলি ৪৩, রায়ডু ৪৭, ধোনি ৪৮*, কেদার ২২*; বোল্ট ২/৬১, ফার্গুসন ২/৮১)।
নিউজিল্যান্ড: ৪০.২ ওভারে ২৩৪ (গাপটিল ১৫, মানরো ৩১, উইলিয়ামসন ২০, টেলর ২২, ল্যাথাম ৩৪, নিকোলস ২৮, ডি গ্র্যান্ডহোম ৩, ব্রেসওয়েল ৫৭, সোধি ০, ফার্গুসন ১২, বোল্ট ১০*; ভুবেনশ্বর ২/৪২, শামি ১/৪৩, চেহেল ২/৫২, কেদার ১/৩৫, কুলদীপ ৪/৪৫)।
ফল: ভারত ৯০ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ভারত ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: রোহিত শর্মা
Discussion about this post