ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দর্শকরা এবার এবিডি ভিলিয়ার্স ধামাকা দেখার অপেক্ষায়। বৃহস্পতিবারই ঢাকায় পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে সকাল দশটায় ঢাকায় আসেন তিনি। এরপর সেখান থেকে হেলিকপ্টারে চলে যান সিলেট। হোটেলেই পুরোটা দিন বিশ্রামেই কেটেছে রংপুর রাইডার্সের এই ক্রিকেটারের।
সবকিছু ঠিক থাকলে শনিবার বিপিএলে অভিষেক হবে ভিলিয়ার্সের। যেখানে মাশরাফি বিন মর্তুজার দল লড়বে সিলেট সিক্সার্সের সঙ্গে। রংপুরের কোচ টম মুডি অবশ্য বাস্তবতা মনে করিয়ে দিলেন ভক্তদের। বলছিলেন, ‘সন্দেহ নেই ডি ভিলিয়ার্স যে কোন দলের সঙ্গে যোগ মানেই দলের শক্তি বাড়বে। ও দারুণ দক্ষ। তবে সে জাদু দেখিয়ে ম্যাচে বিশাল কোন পার্থক্য গড়ে দেবে-এমনটা মনে করি না আমি! সাফল্য পেতে হলে দলের বাকি দক্ষ খেলোয়াড়দেরও কঠিন পরিশ্রম করতে হবে। ক্রিকেটে সাফল্য আসে সম্মিলিত শক্তির হাত ধরেই। কোন একজন এখানে বিশাল কোন বদল নিয়ে আসতে পারে না। ডি ভিলিয়ার্সের মতো বিশ্বমানের খেলোয়াড় আমাদের দলে যোগ দিয়েছে, তাকে স্বাগত জানাচ্ছি আমরা।’
ডি ভিলির্য়াসের সঙ্গে ক্রিস গেইলের দ্বৈরথটা জমবে এবার। যদিও গেইল করেছেন ৪ ম্যাচে ৩৯। রংপুর রাইডার্সের কোচ টম মুডি বললেন,-‘আমি নিশ্চিত গেইলও হতাশ। টি-টুয়েন্টিতে তার যে রেকর্ড রয়েছে সেটা আর কারোর নেই। তার মতো খেলোয়াড় যে কোন মূহূর্তেই জ্বলে উঠতে পারে।’
Discussion about this post