ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার এবিডি ভিলিয়ার্সও চলে এসেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন এই তারকা ক্রিকেটার। দুপুরেই সিলেটে রংপুর রাইডার্সের সতীর্থদের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। শনিবারই মাঠে দেখা যেতে পারে তাকে। এর আগে জাতীয় দলের সতীর্থ ওয়েন পারলেনও যোগ দিয়েছেন উত্তরবঙ্গের দলটিতে।
চলতি বিপিএলে ব্রেন্ডন ম্যাককালামকে ছেড়ে দেওয়ায় রংপুর শিবিরে কিছুটা হলেও দেখা দিয়েছিল হতাশা। তবে এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়াতে স্বস্তি ফিরল দলে। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে এবারের বিপিএলেও লড়ছে রংপুর। দলটিতে আছেন ক্রিস গেইল, রাইলি রুশো, মোহাম্মদ মিথুনদের মতো ক্রিকেটাররা। এবার এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় ব্যাটিংয়ে শক্তি বাড়ল চ্যাম্পিয়নদের।
এবারের বিপিএলে ৬টি ম্যাচ খেলেছে রংপুর। ৪ চারটিতে হেরেছে দল, জিতেছে ২টিতে। পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে মাশরাফি বিন মর্তুজার দল। এবি ডি ভিলিয়ার্স ম্যাজিকের অপেক্ষায় এখন রংপুর সমর্থকরা।
শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। এ ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে ভিলিয়ার্সের। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স। লিগের শেষ ৬ ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে রংপুর প্লে অফে উঠলে চুক্তি বাড়তেও পারে!
Discussion about this post