ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বৃষ্টির বাধা। আশ্বিনের বৃষ্ঠিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড-শেখ জামাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক বছরের ব্যবধানে দুইবার মাঠের পরিচর্যা হয়েছে। ব্যায় প্রায় কোটি টাকা। কিন্তু ফল শূন্য। মাঠের কোনোই উন্নতি নেই। এক পশলা বৃষ্টিতেই আউটফিল্ডের বারটা বেজে যাচ্ছে। অথচ বছরখানেক আগেও শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ড ছিল সেরা। বাংলাদেশের হোম অব ক্রিকেটের যাত্রা শুরুই হয়েছিল সেরা ড্রেনেজ সিস্টেমে। বর্ষণের এক ঘণ্টা পর এ মাঠে অনেক বড় বড় ম্যাচ হয়েছে। কিন্তু সেই আউটফিল্ডের ঘাস ও উপরের স্তর ঠিক করার কাজে হাত দেওয়ার পরই ড্রেনেজ সিস্টেমের বড় ধরনের ক্ষতি হয়েছে।
সকালের ভারি বৃষ্টিতে সারা দিনেও মাঠ খেলা উপযোগী হয়নি। সেজন্যই শেখ জামাল ও আবাহনীর খেলা হয়নি। আজ রিজার্ভ ডে’তে মাঠ ভালো থাকলে হবে। কোনো কারণে না হলে দু’দলের পয়েন্ট ভাগ হয়ে যাবে।
Discussion about this post