ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নাটকীয়তায় ঠাসা এক ম্যাচ। যেখানে লড়াই ছিল সমানে সমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের একবার মনে হচ্ছিল ম্যাচে জিতবে চিটাগং ভাইকিংস। আবার এগিয়ে যাচ্ছিল খুলনা টাইটানস। শেষ পর্যন্ত খেলা গড়ায় সুপার ওভারে। বিপিএল প্রথমবারের মতো দেখল সুপার ওভার। ইতিহাসের প্রথম সুপার ওভারে নাটকীয় জয় পেয়েছে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংস। তারা জিতেছে ১ রানে।
মিরপুরের শেরেবাংলায় শনিবার মূল ম্যাচে দুই দলই ১৫১ রানে আটকে যায়। এরপর খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু এখানে না পেরে আরেকটি হারের মুখ দেখল টাইটানস। চার ম্যাচ খেলেও জয়শূন্য মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সুপার ওভারে জিততে খুলনার লক্ষ্য ছিল ১২ রান। ৬ বলে ১২। কিন্তু ৬ বলে ১১ রান তুলে আটকে গেল তারা। ১ রানে জিতে আন্দে মাতে চিটাগং ভাইকিংসের ক্রিকেটাররা।
সুপার ওভারের শেষ বলে ম্যাচ জিততে খুলনার দরকার ছিল ৩ রান। কিন্তু রোবি ফ্রাইলিঙ্কের করা দুর্দান্ত শেষ বলে ব্যাটেই লাগাতে পারেন নি পল স্টালির্ং। এক বাই রান নেন।
এর আগে খুলনা টাইটানসের ১৫১ রানের জবাবে মুশফিক দারুণ লড়লেও শেষে এসে পথ হারায় চিটাগং। শেষ ১২ বলে দরকার ২৩ রান। জুনায়েদ খান ১৯ নম্বর ওভারে মাত্র ৪ রান দিয়ে চিটাগংয়ের কাজটা কঠিন করে দেন। ম্যাচ জিততে শেষ ওভারে ১৯ রানের বড় টার্গেট। তিন ছক্কায় শেষ ওভারে জয়ের দ্বারপ্রান্তে যায় চিটাগং। কিন্তু শেষ বলে ১ রান নিতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটানস: ১৫১/৬ (২০ ওভারে, স্টার্লিং ১৮, জুনায়েদ ২০, মালান ৪৫, মাহমুদউল্লাহ ৩৩, ব্রাথওয়েট ১২, নাজমুল হোসেন শান্ত ৬, আরিফুল ৯*, মাইদুল ৪*, সানজামুল ২/৩৭, নাঈম ১/১৬)।
চিটাগং ভাইকিংস: ১৫১/৮ (২০ ওভারে, শাহজাদ ১০, ডেলপোর্ট ১৭, ইয়াসির আলী ৪১, মুশফিক ৩৪, মোসাদ্দেক ১২, ফ্রাইলিঙ্ক ২৩, ব্রাথওয়েট ২/৩০, শরিফুল ২/৩১)।
ফল: ম্যাচ টাই (সুপার ওভারে ১ রানে চিটাগং ভাইকিংস জয়ী)
ম্যাচসেরা: রোবি ফ্রাইলিঙ্ক।
Discussion about this post