ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য দুঃসংবাদ! হঠাৎ ইনজুরিতে মাঠের বাইরে দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। চোটে পড়ায় টুর্নামেন্ট রেখে তাকে যেতে হচ্ছে নিজ দেশ অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার জানা গেছে, স্মিথ ভুগছেন গলফার এলবো চোটে। চোট কনুইয়ের ভেতরের অংশে। এ কারণে এদিন ঠিকমতো অনুশীলন করেননি সাবেক এই অজি অধিনায়ক।
ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে দ্রুত অস্ট্রেলিয়ায় যাচ্ছেন স্মিথ। সেখানে এমআরআই করাবেন। এমআরআইয়ের ফল ভালো হলে দ্রুত ফিরে আসবেন বাংলাদেশে। কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান নয়ন গণমাধ্যমে বলেন, ‘ব্যথার কারণে স্মিথ কোনো ঝুঁকি নিতে চাইছে না। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন তিনি। ওখানে এমআরআই করাবে। এখনো পর্যন্ত যেটা জানি যত দ্রুত সম্ভব তিনি আবার ফিরে আসবেন। এমআরআইয়ের রিপোর্ট ভালো এলে দুদিনের মধ্যেই চলে আসবে।’
এর আগে তার বিপিএলে খেলা নিয়ে বেশ নাটক হয়েছে। বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি যাতে খেলতে পারেন নিয়মই বদলে ফেলা হয়েছিলো। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসে মাত্র দুই ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হচ্ছে।
অভিষেক বিপিএলে খেলা দুটি ম্যাচে স্মিথের সব মিলিয়ে রান ১৬। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষেই ১৬ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ বল খেলে কোন রান না করেই আউট। মাশরাফি বিন মর্তুজা তুলে নেন তার উইকেট।
Discussion about this post