ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। হাতে সময়ও বেশি নেই। ৫ জানুয়ারি শুরু বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার ২০ ওভারের ক্রিকেট উন্মাদনা মেতে উঠার পালা। ঢাকার পাশাপাশি খেলা হবে সিলেট ও চট্টগ্রামেও। গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে কেটে নিতে পারেন টিকিট। ঢাকা পর্বের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে।
সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট। বৃহস্পতিবার থেকে ঢাকা পর্বের টিকিট কেনা যাবে মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথ থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে টিকিট বিক্রি চলবে।
সাধারণ গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা। ছাদে ঢাকা গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডেের টিকিটের মূল্য ২ হাজার টাকা।
সিলেটে ১৪ জানুয়ারি থেকে শুরু টিকিট বিক্রি। সিলেটের বুথ বিভাগীয় স্টেডিয়াম অথবা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিক্রি হবে টিকিট। ঢাকার দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু ২০ জানুয়ারি। আর ২৪ তারিখ থেকে চট্টগ্রাম পর্বের টিকিট পাওয়া যাবে। এমএ আজিজ স্টেডিয়াম আর জহর আহমেদ স্টেডিয়ামের পাশের বুথ থেকে বিপিএলের টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
ঢাকার তৃতীয় পর্বের টিকিট মিলবে ৩১ জানুয়ারি থেকে। এলিমিনেটর ও ফাইনালের টিকিটের মূল্য আর বিক্রির তারিখ পরে জানাবে বিসিবি।
Discussion about this post