গলফ বিশ্বকাপে খেলার টিকেট পেলেন সিদ্দিকুর রহমান। আগামী ২১-২৪ নভেম্বর মেলবোর্ন গলফ ক্লাবে হবে বিশ্বকাপ। প্রথম বাংলাদেশি হিসেবে এ যোগ্যতা অর্জন করলেন তিনি।
জাপানের প্যানাসনিক ওপেনে দুর্দান্ত খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে শেষে ২৫তম স্থানে রয়েছেন সিদ্দিকুর।
২০১০ সালে এশিয়ান ট্যুর ব্রুনেই ওপেন জিতে সবার দৃষ্টি কাড়েন সিদ্দিকুর। ২০১০ ও ২০১১ সালে এশিয়ার শীর্ষ দশেও থাকার কৃতিত্ব দেখিয়েছিলেন এ গলফার। গত মৌসুমটা অবশ্য তার তেমন ভালো যায়নি। ১৭তম হয়ে খুশি থাকতে হয়েছে তাকে। ২৮ বছর বয়সী সিদ্দিকুর পেশাদার গলফে নাম লেখান ২০০৫ সালে। আর ২০০৬ সালে যোগ দেন ভারতীয় পেশাদার গলফে। ২০০৮ সালে পুনেতে প্রথম ট্রফি জেতেন সিদ্দিকুর। এরপর থেকে ক্রমেই ওপরের দিকে উঠতে থাকেন। দুই মাস পর ভারতে আরও একটি ট্রফি জিতলেন। ২০০৯ সালে তিন নম্বর ট্রফি জেতেন ব্যাঙ্গালোরে। ২০১০ সালে ঢাকাতে জিতলেন আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন। সেই বছর এশিয়ান ট্যুর জিতে দেশে হইচই ফেলে দেন। ক্যারিয়ারে এ পর্যন্ত আটটি ট্রফি জেতেন সিদ্দিক।
Discussion about this post