ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কে জানতো এতোটা অনায়াসেই রোববার জয় তুলে নেবে নিউজিল্যান্ড?
-মাত্র ১৪ বল। ঠিক তাই। শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা। তার পথ ধরে রানের দিক থেকে নিজেদের সবচেয়ে বড় জয় পেল নিউজিল্যান্ড। অন্যদিকে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার দেখল শ্রীলঙ্কা। ক্রাইস্টচার্চ টেস্টে ৪২৩ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। পাশাপাশি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দলটি উঠে এসেছে তিনে নম্বরে।
হ্যাগলি ওভালে রোববার ৬ উইকেটে ২৩১ রান নিয়ে খেলতে নেমে আর ৫ রান যোগ করতেই অলআউট শ্রীলঙ্কা। আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ব্যাটিংয়ে নামেননি। দিনের তৃতীয় বলে সুরঙ্গা লাকমলকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। পরের ওভারে দিলরুয়ান পেরেরাকে বিদায় করেন নিল ওয়েগনার। দুশমন্থ চামিরাকে ফিরিয়ে লঙ্কানদের থামিয়ে দেন বোল্ট। আর উৎসবে মেতে উঠে কিউইরা।
সেই ২০১৬ সালে ইনিংস ব্যবধানে ফল হয়নি এমন ম্যাচে রানের দিক থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রানে জিতে নিউজিল্যান্ড। ইনিংস ব্যবধানে ফল হয়নি এমন ম্যাচে রানের দিক থেকে শ্রীলঙ্কার সবচেয়ে বড় হারটি ছিল ভারতের বিপক্ষে গত বছর ৩০৪ রানে।
এনিয়ে প্রথমবারের মতো টানা ৪ টেস্ট সিরিজে জয় নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের এবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৭৮
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১০৪
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৫৮৫/৪ ইনিংস ঘোষণা।
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৬৬০) (আগের দিন শেষে ২৩১/৬) ১০৬.২ ওভারে ২৩৬ (ম্যাথুজ আহত অনুপস্থিত ২২, পেরেরা ২২, লাকমল ১৮, চামিরা ৩, কুমারা ০*; বোল্ট ৩/৭৭, সাউদি ২/৬১, ডি গ্র্যান্ডহোম ০/২৩, ওয়েগনার ৪/৪৮, প্যাটেল ০/২১)।
ফল: ৪২৩ রানে জয়ী নিউজিল্যান্ড।
সিরিজ: ২-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড।
ম্যাচসেরা: টিম সাউদি
Discussion about this post